রোববার   ০৯ মার্চ ২০২৫   ফাল্গুন ২৫ ১৪৩১   ০৯ রমজান ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩

ছাবা ঝড়: ১৬ দিনে আয় ৮২৫ কোটি টাকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২ মার্চ ২০২৫  

রাশমিকা মান্দানা ও ভিকি কৌশল অভিনীত আলোচিত সিনেমা ‘ছাবা’। গত ১৪ ফেব্রুয়ারি ভারতের ৪ হাজার পর্দায় মুক্তি পায় এটি। রাশমিকা মান্দানা অভিনীত চলতি বছরে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা এটি।

 

লক্ষ্মণ উতেকার পরিচালিত এই সিনেমা নির্মাণে খুব বড় অঙ্কের অর্থ ব্যয় হয়নি। তবে মুক্তির প্রথম দিনই বক্স অফিসে সাড়া ফেলে এটি। সেই ধারাবাহিকতা এখনো বজায় রয়েছে। গত ১৬ দিনে আয়ের গ্রাফ ওঠানামা করলেও জয়রথ চলমান। এ পর্যন্ত কত টাকা আয় করেছে সিনেমাটি?

 

স্যাকনিল্কের তথ্য অনুসারে, গত ১৬ দিনে ‘ছাবা’ সিনেমা শুধু ভারতে আয় করেছে ৫১৯.৫ (গ্রস) কোটি রুপি। বিদেশে আয় করেছে ৭৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৯৪.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮২৫ কোটি ১২ লাখ টাকার বেশি)।

এই বিভাগের আরো খবর