শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫   বৈশাখ ১১ ১৪৩২   ২৬ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭৭

ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২১  

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার। তিন দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে নতুন বছরে ছাত্রদলের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল মানবজমিনকে বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে দেশ সব থেকে সংকটপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে। দেশে গণতন্ত্র নেই, মানবাধিকার ও সাম্যের অভাব রয়েছে। বিনা ভোটে ও ভোট ডাকাতির মাধ্যমে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে। দেশের সমগ্র শিক্ষাপ্রতিষ্ঠান গত এক যুগ ধরে ছাত্রলীগ সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে। দেশের মালিকানা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেয়া, সাম্য-মানবাধিকার প্রতিষ্ঠা, শিক্ষাপ্রতিষ্ঠানকে সন্ত্রাসীদের অভয়ারণ্য থেকে মুক্ত করে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ।

১৯৭৯ সালের ১ জানুয়ারি ‘শিক্ষা-ঐক্য-প্রগতি’ এই স্লোগান নিয়ে ছাত্রদল প্রতিষ্ঠিত হয়। উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা ও ছাত্রসমাজের অধিকার আদায়ের লক্ষ্যের কথা উল্লেখ করে গঠন করা হয় সংগঠনটি।

এই বিভাগের আরো খবর