বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৬

চোর সন্দেহে ধাওয়া, পরে মিলল মোটরসাইকেলের ১৯ চাবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের বাসভবনের পাশে ঘোরাঘুরি করছিলেন মহাব্বত আলী (২৭)। পরে চোর সন্দেহে ধাওয়া করলে তিনি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে আটক করে ডিবি পুলিশ। এ সময় তার থেকে মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত ১৯টি বিশেষ চাবি জব্দ করা হয়। জানা গেছে, গ্রেফতার মহাব্বত আলী রাজশাহীর রাজপাড়া এলাকার কেশবপুর মহল্লার কাওসার আলীর ছেলে। মোটরসাইকেল চুরি করাই যেন তার নেশা। সব ব্র্যান্ডের মোটরসাইকেলের তালা খুলতে তার ঐ ১৯টি বিশেষ চাবি রয়েছে, যা দিয়ে প্রায় সব ব্র্যান্ডের মোটরসাইকেলের তালা খোলা সম্ভব। আরো জানা গেছে, চার মাস আগে চাঁপাইনবাবগঞ্জ শহরের বেলেপুকুর থেকে জেলা ডিবি পুলিশের এক সদস্যের মোটরসাইকেল চুরি করেন মহাব্বত আলী। এর পরপরই তদন্তে নামে ডিবি পুলিশ। সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের বাসভবনের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার পিরোজপুরে অভিযান চালিয়ে মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ডিবি পুলিশের এসআই আসগর আলী বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘গত ২৬ জুলাই শহরের বেলেপুকুর এলাকা থেকে এক পুলিশের মোটরসাইকেল চুরি হয়। পরে সিসি টিভি ক্যামেরা দেখে আমরা চোর শনাক্ত করি। গতকাল সন্ধ্যায় হঠাৎ জেলা পুলিশ সুপারের বাসভবনের সামনে তাকে দেখতে পেয়ে দাঁড়াতে বলি। কিন্তু তিনি দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাকে ধরা হয়। এ সময় তার থেকে মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত ১৯টি চাবি জব্দ করা হয়।’ চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, সোমবার সন্ধ্যায় ১৯টি বিশেষ পদ্ধতির চাবিসহ এক চোরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এই বিভাগের আরো খবর