রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৪

চোটে পড়েছেন রংপুর অধিনায়ক সোহান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩  

ইনজুরির কবলে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। সাইড স্ট্রেইনের চোটে তিনি ছিটকে পড়েছেন। তাই আজ (মঙ্গলবার) খুলনা টাইগার্সের বিপক্ষে রংপুরকে নেতৃত্ব দিয়েছেন শোয়েব মালিক।

সোহানের ইনজুরির বিষয়ে রংপুর তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘সাইড স্ট্রেইন ইনজুরিতে অধিনায়ক নুরুল হাসান সোহান। দিন কয়েকের বিশ্রাম শেষে পূর্ণাঙ্গ ফিট হয়ে জয়ের লড়াইয়ে ফিরবেন অধিনায়ক, প্রত্যাশা দলের ফিজিওর।’

বিপিএলে এবারের আসরে রংপুর রাইডার্স আছে পয়েন্ট তালিকার তিন নম্বর অবস্থানে। ৪ ম্যাচ খেলে ২টিতে জয় পেয়েছে দলটি।
আজ সোহানের অনুপস্থিতিতে রংপুরের নেতৃত্ব দিয়েছেন শোয়েব মালিক। কিন্তু দল হেরেছে গো-হারা। খুলনা টাইগার্স ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে মালিকের দলকে।

এই বিভাগের আরো খবর