মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬৪

চার দিনে মেলায় আয় ১৩৪৬ কোটি টাকা

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯  

 

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে করদাতারা আয়কর মেলার চতুর্থ দিনে কর প্রদান ও সেবা গ্রহণ করেছেন। এদিন আয়কর সংগ্রহ হয়েছে ২৮২ কোটি ৫৭ লাখ ১০ হাজার ৫৭৯ টাকা।

গত চারদিনে মেলায় মোট আয়কর সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ১৩৪৬ কোটি ৮০ লাখ ২৫ হাজার ৫১২ টাকা। চতুর্থ দিন ৮টি বিভাগীয় শহর ও ৫৬ জেলা শহর মিলে সারাদেশে মোট ৬৪টি স্পটে মেলা অনুষ্ঠিত হয়েছে। 

এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে মেলা চলে। পুরো সময়জুড়ে করদাতা ও সেবা গ্রহীতাদের পদচারণায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ, বিশেষ করে তরুন ও নারী করদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

চারদিনে মেলায় সেবা গ্রহণকারির সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৬৮ হাজার ৯০৭ এবং আয়কর রিটার্ন দাখিল হয়েছে মোট ৩ লাখ ১৪ হাজার ৫৬৫টি। এছাড়া এ সময়ে নতুন ই-টিআইএন নিবন্ধন হয়েছে ১৬ হাজার ৫৪১।

করদাতাদের সুবিধার্থে এবারই প্রথম আয়কর মেলার জন্য একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট চালু করা হয়েছে। মেলায় রিটার্ন দাখিল, কর আহরণ, সেবা গ্রহণকারী ও নতুন ই-টিআইন গ্রহণের সংখ্যা বিগত বছরের মেলার তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

এই বিভাগের আরো খবর