মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪৪

চাঁপাইনবাবগঞ্জ সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচনের ফলাফল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৪  

চাঁপাইনবাবগঞ্জে সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচনে সেন্টু-শামিম প্যানেলের জয়চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বি-বার্ষিক (২০২৪-২৬) নির্বাচনে বিজয়ী  হয়েছেন সেন্টু- শামিম প্যানেল। সভাপতি পদে আমিনুল ইসলাম সেন্টু (৮১ ভোট) ও সাধারণ সম্পাদক পদে খালেকুজ্জামান শামিম (৮৬ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন । 

সহ সম্পাদক পদ ছাড়া সবকটি পদেই বিজয়ী হয়েছেন সেন্টু - শামিম প্যানেল।শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়।

 

সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯টি পদের বিপরীতে দুইটি প্যানেলে মোট ৩৮ জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হচ্ছে  মুখলেসুর-নান্নু প্যানেল ও সেন্টু- শামিম প্যানেল।

 

সকাল থেকেই শহরের শাহীবাগ বিশ্বরোড মোড়ে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ এর নিজস্ব ভবনে ভোট গ্রহণ উপলক্ষে পরিবহন মালিক ও পরিবহন সংশ্লিষ্টরা উৎসবমুখর পরিবেশে ভবনের সামনে নিজ প্রতীক সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে শ্লোগানে মুখরিত করে রাখতে দেখা যায়।

এই বিভাগের আরো খবর