মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৪

চাঁপাইনবাবগঞ্জে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৪  

চাঁপাইনবাবগঞ্জে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৬ জানুয়ারি) বিকালে আদালতের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান -এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্তি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) আবুল কালাম সাহিদ, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ,  সহকারী কমিশনার আব্দুল্লা আল মামুন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবীর, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঈশিতা শবনম, জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি নাজমুল আজম, সাধারণ সম্পাদক  একরামুল হক পিন্টু, জেলার র‌্যাব-বিজিবি ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিচার বিভাগের সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে সমন জারি ও ক্রোকি পরোয়ানা তামিল, পুলিশ কর্তৃক মামলার সাক্ষী উপস্থিতকরণ, সাক্ষীদের আদালতে আগমন ও ফিরে যাওয়ার নিরাপত্তা, আদালত প্রাঙ্গণে বিচারকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা, ফৌজদারী বিচার ব্যবস্থার স্বাচ্ছন্দ্য নিষ্পত্তির বিষয়ে পুলিশ ও ম্যাজিস্ট্রেসীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা, মামলা ‌দ্রুত নিষ্পত্তিতে গৃহীত সিদ্ধান্তসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

এই বিভাগের আরো খবর