বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ১০ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৫

চাঁপাইনবাবগঞ্জে বার্ষিক শিক্ষা সমাপনী উদযাপন ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে  প্র্রতিনিধি :

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৩  

আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। তাই শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা, সমৃদ্ধ জাতি গঠনে ও শিশুর নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করা ও তাদের সুপ্ত প্রতীভা বিকাশের জন্য গত ১৮ ডিসেম্বর ২০২৩ তারিখ থেকে এফএইচ এসোসিয়েশন সংস্থায় নিবন্ধিত শিশুদের নিয়ে বার্ষিক শিক্ষা সমাপনী উদযাপন এর আয়োজন করে।

মহান মুক্তিযুদ্ধে আতœত্যাগদানকারী বীর শহীদের স্মরণে জাতীয় পতাকার উত্তোলনের মাধ্যমে মুল কার্যক্রম আরাম্ভ হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। আমন্ত্রিত অতিথিদের অনুপ্রেরনামূলক বক্তব্য ও শিশুদের অংশগ্রহনে সাংস্কৃতি অনুষ্ঠান উপস্থিত শিশু ও অভিভাবকদের বিমহিত ও উৎসাহিত করেছে। বক্তারা শিশুদের আরো বেশি যতœ নেওয়া, বাল্যবিবাহ বন্ধ করা সহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বক্তব্য প্রদানকরেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, সহকারী শিক্ষকগন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গুলনার বেগম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে প্রতিবেদক দেখেন যে, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফ এইচ এসোসিয়েশন আতাহার কমিউনিটি অফিসের সিটিএল মার্টিন হেমব্রম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাসিউল ইসলাম প্রধানশিক্ষক- মাসুদ-উল- হকইন্সটিটিউট, বিশেষঅতিথি উপস্থিত ছিলেন মো: নুরুল ইসলাম, ইউপি সদস্য ৩নং ঝিলিমইউনিয়ন, ম্যানেজার- সূর্যের হাসি ক্লিনিক চাঁপাইনবাবগঞ্জ আরোউপস্থিত ছিলেন রিপন কিসকু-ম্যানেজার-চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম, মর্নিংটন মৃ এডমিনএ্যাসিস্টেন্ট চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম এছাড়াও এলাকার সিডিসি নেতাবৃন্দ,শিশুর অভিভাবক ও  এফএইচ এর কমীবৃন্দ।
বার্ষিক শিক্ষা সমাপনী উদযাপন অনুষ্ঠানের প্রধান উপজীব্য বিষয় ছিল শিশুদের শিক্ষা জীবনের একটি বছর সমাপ্ত করার পর নতুন বছরেনতুনপাঠ্য বই হাতে নিয়ে উদ্যমতার সাথে তারা যেন পড়াশোনা শুরু করতে পারে সে জন্য উৎসাহপ্রদান করা। এফ এইচ এসোসিয়েশন ২৫৬১ জন নিবন্ধিত শিশু কেনিয়ে ঝিলিম, গোবরাতলা ও শাহাজানপুর ইউনিয়নের নাধাইকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুলনাহার বেগম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, বদরুন্নেসা বেসরকারিপ্রাথমিক বিদ্যালয় ও রাজাপাড়া দাখিল মাদ্রাসায়  ও বিভিন্নগ্রামের ও বিদ্যালয়ে এই বার্ষিক শিক্ষা সমাপনী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনে সকল শিশুকে শুকনা খাবার প্রদান করা হয়েছে। অদ্য ২০ ডিসেম্বরতারিখ থেকে ২৩১২জননিবন্ধিতশিশুকে স্কুল ব্যাগ প্রদানকার্য শুরুহয়েছে।

এই বিভাগের আরো খবর