সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৯

চাঁদাবাজির অভিযোগে সাভার পৌর ছাত্রলীগের সভাপতি বহিষ্কার

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ১০ মে ২০২৩  

সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মাসুম দেওয়ানকে (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, সাভার পৌর শাখা) ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। একই সঙ্গে কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার উপযুক্ত কারণসহ জবাব আগামী ৭ দিনের মধ্যে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এর আগে সাভারের একটি গার্মেন্টস ওয়াশ কারখানায় দাবিকৃত চাঁদার ১০ লাখ টাকা না দেওয়ায় কারখানার মালিকসহ প্রায় ৫ জনকে বেধড়ক পিটিয়ে আহত করেন মাসুম দেওয়ান ও তার সহযোগীরা। এ ঘটনায় গত ৮ মে মাসুম দেওয়ানসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এরপর আজ ছাত্রলীগের সাভার পৌর শাখা থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

মামলার ব্যাপারে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, চাঁদাবাজির ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর