বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫   ফাল্গুন ২৮ ১৪৩১   ১৩ রমজান ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬

চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২ মার্চ ২০২৫  

ঠাকুরগাঁওয়ে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ক্যারিয়ার কাউন্সেলিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত কাউন্সেলিং ও সেমিনারে উপস্থিত ছিলেন চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশন ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার ভাসকর রয় । এসময় আরও উপস্থিত ছিলেন চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রতিনিধি মো. সানাউল্লাহ। সেমিনারে শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ স্কলারশিপের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষার্থী এবং তাদের পরিবার সন্তুষ্টি প্রকাশ করে ভবিষ্যতে এমন আয়োজনের প্রয়োজনীয়তা রয়েছে বলে জানান তারা।

উল্লেখ্য চন্ডীগড় বিশ্ববিদ্যালয়ের পূর্ববর্তী সমাবর্তন অনুষ্ঠানে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন। বর্তমানে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড রান্কিং ৬৬৯-৭০০ তে রয়েছে।

এই বিভাগের আরো খবর