শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫   চৈত্র ২০ ১৪৩১   ০৫ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪১

চট্টগ্রাম বিমানবন্দরে সোয়া কেজি সোনাসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মার্চ ২০২৪  

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি দুইশ গ্রাম সোনাসহ মো. মোরশেদ নামের এক যাত্রীকে আটক করেছে চট্টগ্রাম কাস্টমস।

শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এয়ার আরাব্যিয়ার “জি৯৫২৬” ফ্লাইটে আসা ওই যাত্রীর লাগেজ থেকে এসব সোনা উদ্ধার করা হয়।

শাহ আমানত বিমানবন্দরের দায়িত্বে থাকা চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারি জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মো. মোরশেদ নামের এক যাত্রীকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তার লাগেজ স্ক্যানিং করে একটি হাই প্রেশার ওয়াশার মেশিনে সোনার উপস্থিতি পাওয়া যায়। এরপর মেশিনটি খুলে এর ভেতরের রোলারের মধ্যে বিশেষ কায়দায় রাখা সোনার পাত উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ২০০ গ্রাম। উদ্ধার সোনার বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরো খবর