শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৮ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৪

চট্টগ্রামে আরও এক ব্যক্তি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ আগস্ট ২০২১  

চট্টগ্রামে ৪৫ বছর বয়সী আরও এক ব্যক্তি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। রোগ-প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তিনি এ ছত্রাকজনিত রোগে আক্রান্ত হন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের প্রধান অধ্যাপক ডা. সুযত পাল বলেন, গত ৫ আগস্ট হাসপাতালে ৪৫ বছর বয়সী এক পুরুষ ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, তিনি মিউকরমাইকোসিসে আক্রান্ত। এটি এক ধরনের ছত্রাকের সংক্রমণ, যা কালোছত্রাক নামে পরিচিত। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।  

জানা গেছে, গত ২৮ জুলাই চট্টগ্রামে ৬০ বছর বয়সী এক নারীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়। করোনাভাইরাসে আক্রান্ত থেকে সুস্থ হওয়ার পর তিনি বিরল এ রোগে আক্রান্ত হন। বর্তমানে তিনিও চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

এই বিভাগের আরো খবর