মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮২

গাজীপুর -৩ নৌকা প্রতিক নিয়ে রুমানা আলী টুসির বিজয়

নজরুল ইসলাম, গাজীপুর উত্তর

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৪  

কোন প্রকার সহিংসতা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে গাজীপুর -৩ সংসদীয় ১৯৬ আসনের নির্বাচন। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লক্ষ্য ৯৪ হাজার ৪৩৪ জন। এই হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭ জন প্রর্থী। তন্মধ্যে অধ্যাপিকা রোমানা আলী টুসি নৌকা প্রতীকে পেয়েছে  ১ লক্ষ্য ২৬ হাজার ১ শত ৯৬ ভোট। আওয়ামীলীগ থেকে স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজ ট্রাক প্রতীকে নিয়ে পেয়েছেন ১ লক্ষ্য ১ হাজার ৬ শত ৭৪ ভোট। এম সাখাওয়াত হোসেন ঈগল প্রতিকে পেয়েছেন ১ শত ৫৪ ভোট। সাইফুল ইসলাম লাঙ্গল প্রতিকে পেয়েছেন ১ হাজার২ শত ২৪ ভোট। আবদুর রহমান গামছা প্রতিকে পেয়েছেন ১ হাজার ৭ শত ১৭ ভোট। জহিরুল হক বাচ্চু মশাল প্রতিকে পেয়েছেন ২ শত ২৭ ভোট। জয়নাল আবেদিন ফুলের মালা প্রতিকে পেয়েছেন ৩ শত ০৩ ভোট।

বেসরকারি ভাবে প্রাপ্ত ফলাফলে নিকট তম প্রতিদ্বন্দী ট্রাক প্রতিকের চেয়ে নৌকা প্রতিক ২৪ হাজার ৫ শত ২২ ভোটের ব্যবধানে  জয়ী হয়েছেন। ফলাফল প্রকাশের পর থেকে নৌকা প্রতিকের  নেতা কর্মীদের আমেজ বিরাজ করছে। সকলে কর্মীরা নৌকা প্রতিকে বিজয়ী অধ্যাপক রুমানা আলী টুসিকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে।

এই বিভাগের আরো খবর