বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৩

গাজীপুর-৩ঃ নৌকা-ট্রাকের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে উঠেছে নির্বাচন

নজরুল ইসলাম, গাজীপুর

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৪  

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর -৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে নৌকা-ট্রাক প্রতিকের প্রার্থী সহ একাধিক প্রার্থীরা। তবে এ আসনে নৌকা-ট্রাকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে জানা গেছে।

 এ আসনে অপর প্রতিদ্বন্দ্বিদের তেমন কোন ভোটের প্রচারণার দৃশ্য লক্ষ্য করা যায়নি। তবে কিছুটা ভোটের প্রচারণা লক্ষ্য করা গিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগের প্রর্থীর। কোথাও কোথাও করছেন গণসংযোগ, নির্বাচনী সভা।

নৌকা-ট্রাকে ভোটযুদ্ধ, শীতে ঘাম ঝরছে প্রার্থীদের। নির্বাচনকে কেন্দ্র করে এ আসনটিতে জমে উঠেছে নৌকা-ট্রাকের মাঠে প্রচারণার লড়াই।

নৌকা প্রতীক নিয়ে ভোট লড়াই করছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, নৌকা প্রতিকে ছয়বারের সাবেক প্রয়াত এমপি রহমত আলীর কন্যা, বর্তমান সংরক্ষিত মহিলা এমপি অধ্যাপক রুমানা আলী টুসি।

গাজীপুর-৩ আসনটি তিনি তার বাবার আদর্শে একটি স্মার্ট নগরীতে রুপান্তর করতে চান। ভোটারদের দিচ্ছেন না অগ্রিম কোন ওয়াদা, দিচ্ছেন আশ্বাস।সে লক্ষ্য নিয়ে নির্বাচনি এলাকায় প্রতিটি অঞ্চলের জন মানুষের সঙ্গে মিশেছেন ও আওয়ামী সরকারের বিভিন্ন উন্নয়নের প্রচার করেছেন।

অপরদিকে এবার নির্বাচনে বিএনপি নির্বাচনে না আসায় আওয়ামীলীগ থেকেই স্বতন্ত্র প্রার্থী হয়ে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান এই আসনের এমপি মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ। তিনি দ্বিতীয়বারের মতো জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এমপি হওয়ার আগে তিনি শ্রীপুর উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দিন যত গড়াচ্ছে, ঘনিয়ে আসছে নির্বাচন। নির্বাচনে প্রচার-প্রচারণা, গণসংযোগ, উঠান বৈঠক থেকে শুরু করে সর্বত্রভাবে ভোটের মাঠ গরম করছেন এ দুই প্রার্থী। ভোট লড়াইয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। নিজেদের অবস্থান তুলে ধরে জোরেশোরেই মাঠ চষে বেড়াচ্ছেন তারা। সম্ভাবনা উন্নয়ন করার পরিকল্পনা নিয়ে গণসংযোগ, নির্বাচনী সভা ও ভোটারদের কাছে গিয়ে তুলে ধরছেন প্রার্থী ও সমর্থক নেতাকর্মীরা। আসনটিতে এ দুই প্রার্থীর মধ্যে হাড্ডা হাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে।

ভোটারদের মধ্যে এ দুই প্রার্থীকে নিয়ে চলছে নানান আলোচনা। তারা কাকে দেবেন ভোট এ নিয়ে চলছে কানাঘুষা। চায়ের টেবিল থেকে সর্বত্রই চলছে আলোচনা। বিপুল ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী দুই প্রার্থীই। অনেকেই বলছেন, আমরা রুমানা আলী টুসিকে ভোট দেব। আবার অনেকেই বলছেন ট্রাক প্রতীককেই ভোট দেব। শেষ পর্যন্ত ভোটারদের ভোটে কে পরবেন জয়ের মালা তা দেখার অপেক্ষা শুরু হয়েছে এখন থেকেই।

জানা যায়, গাজীপুর -৩ আসনটি শ্রীপুর উপজেলা, শ্রীপুর পৌরসভা, সদর উপজেলার পিরুজালী, মির্জাপুর ও ভাওয়ালগড় ইউনিয়ন নিয়ে গঠিত। ১৯৯১ সালের পর থেকে শ্রীপুরের এই অঞ্চলে কখনো নৌকাকে কেউ হারাতে পারে নাই। ১৯৯১ থেকে ২০১৮ সাল পযর্ন্ত একটানা এই অঞ্চলের এমপি ছিলিন বীর মুক্তিযোদ্ধা রহমত আলী এমপি। তিনি বার্ধক্য জনিত কারণে অসুস্থ হওয়ায় ২০১৮ সালে নৌকার মনোনয়ন পান বর্তমান এমপি ইকবাল হোসেন সবুজ। এই নির্বাচনে উনার প্রতিদ্বন্দ্বী ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের ইকবাল সিদ্দিকী। 

এ আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৯৪ হাজার ৪৩৪ জন। তার মধ্যে পুরুষ ২ লাখ ৪৫ হাজার ৪৩৯ জন ও নারী ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯৯০ জন এবং তৃতীয় লিংগ -৫ জন। তার মধ্যে শ্রীপুর উপজেলা ও পৌরসভায় ৩ লাখ ৯০হাজার,পিরুজালী, মির্জাপুর,ভাওয়ালগড়ে ১ লাখ ২ হাজার ৪২৪ জন।

এই বিভাগের আরো খবর