বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ১০ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১৯

গাজীপুর সিটির ২২নং ওয়ার্ডে পরিত্যক্ত আওয়ামীলীগের অফিস

নজরুল ইসলাম,গাজীপুর উত্তর

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩  

গাজীপুর মহানগরের ২২ নং ওয়ার্ডে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবিসহ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ওয়ার্ড আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়। এই কার্যালয়টির এমন বেহাল অবস্থার খবর জানেননা আওয়ামী লীগের  নেতারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের কার্যালয়ে যেখানে থাকার কথা নেতাকর্মীদের উৎসবমুখর ভিড়। ঠিক তার উল্টো চিত্র দেখা গেছে গাজীপুর সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগের আঞ্চলিক দলীয় কার্যালয়ে। 

 

সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়,  মহানগর ২২ নং ওয়ার্ডের বাংলাবাজার এলাকার

গজারিয়াপাড়া হামিদিয়া দাখিল মাদ্রাসার মূল ফটকের সামনে ভাঙ্গা পরিত্যক্ত একটি ঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ আঞ্চলিক কার্যালয়ের ব্যানার টানানো রয়েছে। ঠিক তার সামনেই রয়েছে ময়লার ড্রাম ও ময়লায় ভাগাড়। সেখানে বিভিন্ন বাসা বাড়ির ময়লা এনে ফেলা হয়। আর সেসব ময়লা আবর্জনা পশুপাখিরা ছরিয়ে ফেলছে। আর এসব কারণে ব্যবহার অযোগী হয়ে পড়ছে এই আঞ্চলিক কার্যালয়টি।

 

স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন কর্মীদের সাথে কথা বলে জানা যায়, দলীয় কোন্দল ও নেতাদের মধ্যে গ্রুপিং হওয়ার কারণে অনেক নেতাকর্মীরাই কুল ঠাসা হয়ে গেছে। আর একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে। যার কারণে সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এবং নেতা কর্মীদের মাঝে বেড়েছে দূরত্ব। যার ফলে এই অফিসটিতে কেউ খোঁজ খবর নিচ্ছে না। 

 

গাজীপুর মহানগরের ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বজলুর রহমান এসব অভিযোগের কথা স্বীকার করে বলেন, এই অফিসটি গাজীপুর সিটি নির্বাচনের সময় নির্বাচনী অফিস হিসেবে ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি নজরুল মল্লিক করেছিলেন। পরবর্তীতে কে বা কারা অনুমতি না নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানিয়ে আঞ্চলিক কার্যালয়ের ব্যানার ব্যবহার করে কারা এই কার্যালয় করেছে আমার জানা নেই। তবে আমি খোঁজ নিয়ে দ্রুত সরিয়ে ফেলার ব্যবস্থা করছি।

 

এ বিষয়ে ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারি নজরুল মল্লিক বলেন, গাজীপুর সিটি নির্বাচনের সময় সকলের অনুমতি নিয়ে এই অফিস করা হয়েছিল। এই অফিসটি শুধু নির্বাচনের সময় কাজে লাগানো হয়। আর সারা বছর এটার কোন খোঁজ খবর নেওয়া হয় না। তবে কে বা কারা এসব ছবি ব্যানার টানিয়ে আঞ্চলিক কার্যালয় বানিয়েছে এটা আমার জানা নেই।

 

গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান মোবাইল ফোনে বলেন, আমি এই বিষয়ে কিছু জানিনা। আর’ না জেনে কিছু বলতে পারব না। আমি আগে খোঁজ নিয়ে বিষয়টি দেখছি।

এই বিভাগের আরো খবর