শুক্রবার   ০৯ মে ২০২৫   বৈশাখ ২৫ ১৪৩২   ১১ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৭২

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪  

গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন মারিয়ালি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২০ অক্টোবর) সকালে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

 
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, মারিয়ালি এলাকায় জয়দেবপুর-রাজশাহী রেললাইনে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তার পরনে গ্রে রঙের প্যান্ট রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরো খবর