মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫   চৈত্র ২৫ ১৪৩১   ০৯ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৯

গাজীপুরে টিসিবির ৩৯ বস্তা চাল-ডাল জব্দ

জেলা প্রতিনিধি, গাজীপুর

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৪  

গাজীপুরে সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নে বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় টিসিবির ৩৯ বস্তা চাল-ডালসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে পুলিশ।

 

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে এগুলো জব্দ করা হয়।

 

 

জয়দেবপুর থানার সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, টিসিবির পণ্য বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা বাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালাই। এসময় স্থানীয় কুমুন বাজার এলাকায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের আশপাশের জনৈক হুমায়ুনের ভাঙারি দোকান থেকে টিসিবির ৩৬ খালি বস্তা ও ২৪টি প্লাস্টিকের বস্তায় ভর্তি চাল (খালি বস্তার চাল), পাশের ডেকোরেটরের দোকান থেকে সাত বস্তা চাল ও একটি অটোরিকশা করে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় মোট ৩৮ বস্তা চাল ও এক বস্তা ডাল জব্দ করা হয়।

 

 

তিনি আরো জানান, নিয়ম বহির্ভূতভাবে টিসিবির পণ্য রাখা ও বিক্রির সঙ্গে প্রাথমিকভাবে বাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মেম্বার মো. মঞ্জুর আলী, ব্যবসায়ী হুমায়ুন ও এক ডিলারের সম্পৃক্ততা পাওয়া গেছে। জব্দ করা পণ্যগুলো পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, টিসিবির পণ্যের ৩২০০ কার্ডহোল্ডার রয়েছেন এই ইউনিয়নে। অনেকে টিসিবির চাল উঠিয়ে বাজারে বিক্রি করে ফেলেন। তবে কার্ডহোল্ডারদের মধ্যে কেউ এ বিষয়ে অভিযোগ করেননি।

এই বিভাগের আরো খবর