রোববার   ০৬ এপ্রিল ২০২৫   চৈত্র ২৩ ১৪৩১   ০৭ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৮

গাজীপুরে আশা`র উদ্যোগে TSS পরিকল্পনা বাস্তবায়নে সভা

নজরুল ইসলাম, গাজীপুর

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪  

গাজীপুরে SMAP প্রকল্পভুক্ত জেলায় TSS পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে একটি বিশেষ বিএম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) গাজীপুরের মির্জাপুর মাষ্টার বাড়ি এলাকায় পিএসটিসি ট্রেনিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় সভায় ২৭ জন ব্রাঞ্চ ম্যানেজার অংশগ্রহণ করেন। এই উদ্যোগটি "আশা"র তত্ত্বাবধানে পরিচালিত হয়। TSS পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে SMAP প্রকল্পভুক্ত জেলাগুলোর আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে আলোচনা ও কর্মপন্থা নির্ধারণ করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা SMAP প্রকল্পের গুরুত্ব, TSS পরিকল্পনার কার্যক্রম, এবং এর মাধ্যমে এলাকার উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। উপস্থিত সকলের মতামত ও প্রস্তাবনা ভিত্তিতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এবং এর ফলে আধুনিক কৃষি প্রযুক্তি, জীবনচক্রভিত্তিক TSS গ্রহণ প্রক্রিয়া, এবং মাঠ পর্যায়ের সমস্যা ও সমাধান করা সম্ভব হলে বলে মনে করেন।

 

সভায় আশা গাজীপুর (মাওনা) জেলা এর সি.ডিএম এম.জি রায়হান এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা-কেন্দ্রীয় কার্যালয়ের ডিডি (এগ্রি) মো. খুরশীদ আলম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান, আশা গাজীপুর (মাওনা) এর টেকনিক্যাল অফিসার (এগ্রি) মো. আশিকুর রহমান সহ বিভিন্ন কর্মকর্তারা।

এই বিভাগের আরো খবর