বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫   বৈশাখ ১১ ১৪৩২   ২৫ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৯

গণমাধ্যমের ওপরে দায় চাপালেন মির্জা আব্বাস

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, পত্র-পত্রিকায় আমার বক্তব্য বিকৃত করে ছাপা হয়েছে। টেলিভিশনে ও প্রিন্ট-মিডিয়ায় বিকৃত করে প্রচার করা হয়েছে। তিনি বলেন, ‘আমি এরকম কিছু বলি নাই, যে কারণে নিজেকে বিব্রত মনে করবো। এমনকি পার্টি বিব্রত হবে এমন কিছুও বলিনি। এ কারণে দায়ভার আমার নয়।’

রবিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে তিনটার দিকে রাজধানীর শাজাহানপুরে নিজের বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজের ৯ বছর উপলক্ষে শনিবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিতে এই সংবাদ সম্মেলন করেছেন মির্জা আব্বাস। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা  ড. আসাদুজ্জামান রিপন ও ফজলুল হক মিলন।


কিন্তু গতকাল শনিবার আপনি বলেছেন, সরকার গুম করে নাই, এমন প্রশ্নের জবাবে আব্বাস বলেন, ‘৯ বছর ধরেই বলছি, পার্টি থেকে বলা হয়েছে, কারা গুম করেছে। আমি বলেছি, সরকার যদি বলে— আচ্ছা, ঠিকাছে তারা গুম করে নাই, তাহলে আমাদের বলুক, কারা গুম করেছে। আমিও সেটাই জানতে চেয়েছি।’

প্রসঙ্গত, শনিবার দেওয়া ১১ মিনিটের বক্তব্যের একেবারে শেষ দিকে এসে মির্জা আব্বাস দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেন, ‘তবে আমি আজকে বলতে চাই, এখানে সেক্রেটারি জেনারেল আছেন, কথাটা আমি বলতে বলতে ভুলে গেছিলাম। ইলিয়াস গুমের পেছনে, আমি রিপিট করছি, ইলিয়াস গুমের পেছনে আমার দলের লুটপাটকারী, বদমাইশগুলো আছে, তাদের দয়া করে আইডেন্টিফায়েড করার ব্যবস্থা করেন, প্লিজ। এদেরকে অনেকেই চেনেন।’

সেখানে  বিএনপি নেতা আব্বাস আরও বলেন, ‘যারা আজকে ইলিয়াসকে গুম করেছে, আমি জানি, আওয়ামী লীগ সরকার গুম করে নাই। কিন্তু গুমটা করলো কে? এই সরকারের কাছে আমি জানতে চাই। এই সরকারের কাছে আমি এটা জানতে চাই।

এই বিভাগের আরো খবর