বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ১০ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২০

খুলনা-সিলেট মহানগরে শ্রমিকদলের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২৯ মে ২০২২  

খুলনা ও সিলেট মহানগরে নতুন কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী শ্রমিকদল।
শনিবার (২৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মো. মজিবর রহমানকে আহ্বায়ক এবং শফিকুল ইসলাম শফিকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী শ্রমিকদল খুলনা মহানগর দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
অপরদিকে, আবদুল আহাদকে আহ্বায়ক এবং জাহাঙ্গীর আলম চৌধুরীকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী শ্রমিকদল সিলেট মহানগর দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আনোয়ার হোসাইন এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম এ কমিটি অনুমোদন করেছেন।

এই বিভাগের আরো খবর