সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৬

খুলনায় বিএনপির ‌‌‘তারুণ্যের সমাবেশ’ শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৩  

খুলনায় বিএনপির বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’ শুরু হয়েছে। সোমবার (১৭ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে নগরীর সোনালী ব্যাংক চত্বরে এ সমাবেশ শুরু হয়। সমাবেশের আয়োজন করে বিএনপির তিন অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। 

সমাবেশে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেল ৩টা ২০ মিনিটে তিনি মঞ্চে ওঠেন। সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন। প্রধান বক্তা হিসেবে থাকছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিশেষ বক্তা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

সমাবেশ পরিচালনা করছেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলটন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

এর আগে সকাল থেকেই প্লাকার্ড, ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন নেতাকর্মীরা। নেতাকর্মীদের উজ্জীবিত করতে সমাবেশ মঞ্চে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা অভিযোগ করেছেন, সমাবেশ যাতে সফল না হয় সেজন্য বাধা দেয়া হচ্ছে। ক্ষমতাসীনরা খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলায় বাস বন্ধ করে দিয়েছে।

মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের নেতারা রোববার (১৬ জুলাই) কয়রা ও পাইকগাছা উপজেলায় বাস চলাচল বন্ধ করে দেন।

তিনি বলেন, শত বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা সমাবেশ জনসমুদ্রে রূপ নিয়েছে। 

এই বিভাগের আরো খবর