শনিবার   ১৯ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২০ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৬

ক্যানেলের পাশে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নীলফামারী জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২  

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির মকবুলের ডাঙ্গা নামক ক্যানেলের পাশে থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার(১১ সেপ্টেম্বর)দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে জেলা মর্গে পাঠায়।

এলাকাবাসীর ধারনা কেউ হয়তোবা রাতের কোন এক সময় গর্ভপাত করে ওই স্থানে নবজাতকের মরদেহটি ফেলে রেখে গেছে।চিলাহাটি পুলিশ ফাঁড়ি সুত্রে জানা যায়,রোববার সকাল নয়টার দিকে ওই ক্যানেলের পার্শ্বে  একটি নবজাতক(ভ্রূণ)এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

আমরা গিয়ে ভ্রূণটি উদ্ধার করে দুপুরে জেলা মর্গে পাঠিয়ে দেই।হয়তো কেউ গর্ভপাত করে রাতের বেলায় ভ্রূণটি সেখানে ফেলে রেখে যায়।এখনো পরিচয় পাওয়া সম্ভব হয়নি।ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাহমুদ উন নবী বলেন,ভ্রূণটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
 

এই বিভাগের আরো খবর