রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৯

কোয়েটা-পেশোয়ার ম্যাচে মাঠের বাইরে বোমা বিস্ফোরণ

 অনলাইন ডেস্ক 

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৩  

কোয়েটা-পেশোয়ার ম্যাচে মাঠের বাইরে বোমা বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

কোয়েটা-পেশোয়ার ম্যাচে মাঠের বাইরে বোমা বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

পিএসএলের প্রদর্শনী ম্যাচে পেশোয়ার জালমিকে ৩ রানে হারিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ইফতেখার আহমেদের দানবীয় ইনিংসে ৫ উইকেটে ১৮৪ রান করে কোয়েটা। জবাবে ১৮১ রানে থামে পেশোয়ার। প্রথম ইনিংসের মাঝে অতিরিক্ত দর্শকের চাপের কারণে ম্যাচ বন্ধ ছিল প্রায় আধা ঘণ্টা।

পাকিস্তানে আবারও ক্রিকেট মাঠে দুর্ঘটনার খবর। যার জন্য ম্যাচের মাঝপথে মাঠ ছাড়তে হয়েছে বাবর আজম, নাসিম শাহদের। পিএসএলের প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হয় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং পেশোয়ার জালমি। সেখানেই ঘটেছে এমন ঘটনা। পিএসএল শুরুর আগে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কোয়েটার নওয়াব আকবর খান স্টেডিয়ামে ম্যাচটি ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা গেছে দর্শকদের মাঝে। সমর্থকদের জন্য ১৩ হাজার টিকিট বিক্রি করে পিসিবি। ম্যাচ দেখতে স্টেডিয়ামে প্রাঙ্গণে জড়ো হয় টিকিটের কয়েকগুণ দর্শক। আর তাতেই বিপাকে পড়তে হয়েছে আয়োজকদের। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মনমতো হয়নি স্বাগতিকদের। আহসান, বাঙ্গালজাই, উমর আকমলরা দ্রুতই ফিরে যান। এর মাঝেই ঘটে দুর্ঘটনা। ১০ ওভার ৩ বলের পর মাঠ ছাড়েন বাবর আজমরা। খেলা দেখতে না পারা দর্শকরা স্টেডিয়ামের বাইরে থেকে মাঠে পাথর নিক্ষেপ করেন। একটি ভিডিও ফুটেজে দেখা যায় বিক্ষিপ্ত দর্শকরা মাঠে পাথর নিক্ষেপ করছে। এরপরই বন্ধ করে দেয়া হয় ম্যাচ। ৩০ মিনিট পর শুরু হয় খেলা। মাঠের খেলায় কোয়েটা দারুণ পারফর্ম করে। রেকর্ড গড়েন সদ্য বিপিএলে দারুণ ফর্মে থাকা ইফতেখার আহমেদ। ৫০ বলে করেন ৯৪ রান। যেখানে ওহাব রিয়াজের এক ওভারে ৬ ছক্কা হাকান এই ব্যাটার। ১৮৪ রান সংগ্রহ করে কোয়েটা। জবাবে শুরুটা ভালো করে পেশোয়ার। হারিস আর বাবর আজম দারুণ ব্যাটিং করেন। ৩৫ বলে ৫৩ রান করেন হারিস। দীর্ঘদিন পর ব্যাট হাতে ঝলক দেখানোর চেষ্টা করেন শহীদ আফ্রিদি। তবে ১৭ বলে ২৫ রানে থামেন তিনি। শেষ পর্যন্ত ১৮১ রান তুলতে সক্ষম হয় পেশোয়ার জালমি। এদিন কোয়েটার একটি পুলিশ স্টেশনের গেটে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অনেকে ধারণা করছেন, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে মাঝে বন্ধ ছিল ম্যাচ। প্রদর্শনী ম্যাচটি ঘিরে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়।

এই বিভাগের আরো খবর