বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬২

কুয়াকাটায় সাগরে ধরা পড়ল ২০ কেজির কোরাল, ২১ হাজার টাকায় বিক্রি

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৪  

পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ। আড়তে মাছটি নিয়ে আসলে ডাকের মাধ্যমে ২১ হাজার টাকায় কিনে নেন ফরাজি ফিসের আড়তদার মো. শাহাবুদ্দিন ফরাজি।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার কুয়াকাটা মাছ বাজারে সাকিল মাঝি নামের এক জেলে মাছটি নিয়ে আসেন।

এ বিষয় জেলে সাকিল মাঝি জানান, গতকাল আমরা সাগরে বলেশ্বর মোহনা সংলগ্ন সাগর এলাকায় জাল ফেললে এই বড় কোরাল মাছটি ধরা পড়ে। সচরাচর এত বড় কোরাল তেমন একটা পাওয়া যায় না। তবে চার বছর আগে এরকম একটা বড় মাছ পেয়েছিলাম। এত বড় মাছ পেয়ে ভালোই লাগছে।

আড়তদার মো. আলমগীর জানান, সাকিল মাঝি বলেশ্বর নদীর মোহনা সংলগ্ন সাগরের মুখে এ কোরাল মাছটি পান। আমাদের আড়তে মাছটি নিয়ে আসলে ডাকের মাধ্যমে ১০৫০ টাকা কেজি দরে মোট ২১ হাজার টাকায় কিনে নেন ফরাজি ফিসের আড়তদার মো. শাহাবুদ্দিন ফরাজি।

ফরাজি ফিসের আড়তদার মো. শাহাবুদ্দিন ফরাজি বলেন, আমাদের কাছে সব সময় বড় মাছের অর্ডার থাকে তাই মাছটি ১০৫০ টাকা কেজি দরে আমি কিনেছি। মাছটি ১৩০০ টাকা কেজি দরে এখন বিক্রি করার পরিকল্পনা আছে।

এ বিষয় কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সাগরে বড় কোরাল সব সময় তেমন একটা পাওয়া যায় না। তবে সাগর-নদীর মোহনায় সব সময়ই কমবেশি কোরাল পাওয়া যায়। 

এই বিভাগের আরো খবর