মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৭

কুমিল্লা-৪ আসনের এমপি আবুল কালাম আজাদকে মালদ্বীপে সংবর্ধনা

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৪  

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদকে মালদ্বীপে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদকে মালদ্বীপে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মালদ্বীপের রাজধানী মালের সি বিল্ডিং হল রুমে মালদ্বীপস্থ প্রবাসীদের সংগঠন দেবিদ্বার প্রবাসী ফোরামের উদ্যোগে ওই সংবর্ধনা দেওয়া হয়। 
মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা সিআইপির সভাপতিত্বে ও প্রবাসী সাংবাদিক মোঃ আল আমীনের পরিচালনায় ওই অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মোঃ সোহেল পারভেছ, এমপি’র সহধর্মিনী সাদিয়া সাবা, মালদ্বীপ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন ও দেবিদ্বার প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক মো. মামুনুর রশীদ। 
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, এন.বি.এল মানি টান্সপার লোকাল (মালদ্বীপ) পরিচালক হান্নান খাঁন কবির, সিইও মোঃ মাসুদুর রহমান, মোহাম্মদ মজিবুর রহমান, মোঃ মনির হোসেন, ওমর ফারুক মোল্লা, মোহাম্মদ হাদিউল ইসলাম, মোঃ আলমগীর শিকদার, মোঃ কাইয়ুম, কামাল হোসেন, মোঃ নাছির হোসাইন পারভেজ, মোঃ মোতালেব  মোঃ কাদের ও মোঃ কবির হোসেন প্রমুখ।
এর আগে বৃহস্পতিবার বিকালে এমপি আবুল কালাম আজাদ স্ব-পরিবারে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়ার এডমিরাল এস.এম আবুল কালাম আজাদের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন।

এই বিভাগের আরো খবর