রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৪

কিরণের কাছে কাতান শাড়ি উপহার চাইলেন শামসুন্নাহাররা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩  

বৃহস্পতিবার রাতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ যখন কমলাপুর স্টেডিয়ামের মাঠে ঢুকেছিলেন তখন এক দৌড়ে গিয়ে শামসুন্নাহাররা তাকে জড়িয়ে ধরেন। উল্লাসের এক পর্যায় কিরণকে শূন্যে ভাসিয়ে আনন্দ করতে থাকেন কিছুক্ষণ আগে চ্যাম্পিয়ন হওয়া মেয়েরা। মেয়েদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে মাহফুজা আক্তার কিরণ উঠে যান পুরস্কার বিতরণী মঞ্চে।

শুক্রবার ছুটির দিনে বাফুফে ভবনে আসেননি কিরণ। এসছিলেন শনিবার। দীর্ঘ সময় বাফুফে ভবনে অপেক্ষা করেছেন, মেয়েদের নিয়ে বৈঠক করে পরবর্তী এসাইনমেন্ট ও করণীয় কি সে বিষয়ে গাইডলাইন দিয়েছেন। সাফজয়ী মেয়েদের জন্য অনেক সংবর্ধনা অপেক্ষা করছে বলেও কিরণ সুখবরটি দিয়েছেন।

‘চ্যাম্পিয়ন হওয়ার পরই অনেক প্রতিষ্ঠান থেকে মেয়েদের সংবর্ধনা দেওয়ার প্রস্তাব আসতে থাকে। আবার আমরাও কোনো কোনো প্রতিষ্ঠানকে সংবর্ধনা প্রদানের জন্য উৎসাহিত করছি। আশা করি, আগামী এক সপ্তাহের মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের সংবর্ধনা প্রদানের ব্যবস্থা হয়ে যাবে মেয়েদের জন্য’ - শনিবার জাগো নিউজকে বলছিলেন বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ।

মাহফুজা আক্তার কিরণের সঙ্গে বৈঠকের সময়ে তার কাছে কাতান শাড়ী উপহার চেয়েছেন শামসুন্নাহাররা। বৈঠকসূত্রে জানা গেছে, মেয়েরা কাতান শাড়ী উপহার চাইলে মাহফুজা আক্তার কিরণ হেসে বলেন, ‘তোমার তো শাড়ী পরো না।’ তখন মেয়েরা বলেন, ‘আপনি দিলে আমরা পরবো।’ মাহফুজা আক্তার কিরণ মেয়েদের আবদার পূরণের আশ্বাস দিয়েছেন।

৯ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। এতবড় অর্জনের পরও ছুটি নেই শামসুন্নাহার-আকলিমাদের। কারণ, আগামী ৮ থেকে ১২ মার্চ এই কমলাপুরেই হবে এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। সাফের চেয়ে আরো বড় টুর্নামেন্টে খেলার জন্য এখন প্রস্তুতি শুরুর পালা মেয়েদের।

এই বিভাগের আরো খবর