মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩১

কালীগঞ্জ উপজেলা প্রশাসন: ছয় মাসে ১২ লক্ষাধিক টাকা জরিমানা আদায়

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৪  

চলতি অর্থ বছরের (২০২৩-২৪) প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) উম্মে হাফসা নাদিয়া।

বিভিন্ন দ্রব্যের মূল্য বৃদ্ধির কারনে বাজার নিয়ন্ত্রন, হোটেল ও মিনি চাইনিজ রেস্তোরায় অপরিচ্ছন্ন পরিবেশ, বেসরকারী ক্লিনিক ও হাসপাতালে অনিয়ম, নদীর পাড় দখলমুক্ত রাখা, অনিয়মের কারনে প্রতিষ্ঠান সীলগালা, বিনাশ্রম কারাদন্ড, কৃষি জমির টপসয়েল কেটে নেয়া রোধ করা, প্রশাসনের বিনা অনুমতিতে কৃষি জমি ভরাট ও পুকুর খনন এবং নির্বাচনী আচরণ বিধিমালা অমান্য করাসহ বিভিন্ন কারনে পৃথক আইনের ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

বুধবার (১৭ জানুয়ারী) উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ছয় মাসে কালীগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন,বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, সড়ক পরিবহন আইন, বাংলাদেশ হোটেল রেস্তোরা আইন, অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রন আইন, ভোক্তা অধিকারসংরক্ষন আইন, বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, মৎস রক্ষা ও সংরক্ষন আইন, বাল্য বিবাহ নিরোধ আইন, মৎস্য খাদ্য ও পশু আইন এবং জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা আইনসহ বিভিন্ন অভিযোগে ১২৭ মামলায় ১২৭ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এতে করে ১২ লাখ ৬৫ হাজার ৯০০ শত টাকা রাজস্ব আদায় করেছে কালীগঞ্জ উপজেলা প্রশাসন। ইতোমধ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বেশ প্রশংসিত হয়েছেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) উম্মে হাফসা নাদিয়া।

গণমাধ্যমের সঙ্গে আয়োজিত এক সভায় এসব তথ্য জানান কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজিজুর রহমান। জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী উপজেলার আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপকালে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব তথ্য জানান। এ সময় বিগত বছর পর্যন্ত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন ইউএনও। 

তিনি আরোও জানান, ২০২৩-২৪ অর্থ বছরের ডিসেম্বর মাস পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ১২৭ টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে বার লক্ষাধিক টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করা হয়। অভিযোগের ভিত্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব জরিমানা করা হয় ও মামলা রুজু করা হয়।

এই বিভাগের আরো খবর