মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৯

কালীগঞ্জে সহিংস ঘটনায় পাল্টাপাল্টি মামলায় আসামী- ২০

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৪  

সম্প্রতি সমাপ্ত হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে নৌকার পরাজয়ের পর থেকে কালীগঞ্জে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। তারই ধারাবাহিকতায় উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করে। এ সংক্রান্ত ঘটনায় চারটি মামলায় উভয় পক্ষের প্রায় ২০ জনকে আসামী করা হয়।

গত বৃহস্পতি ও শুক্রবার (১১ ও ১২ জানুয়ারী) এসব মামলা দায়ের করেন ভুক্তভোগীরা। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থীর ১৬ জন এবং নৌকা প্রার্থীর ৪ জনকে আসামী করে এ সকল মামলা হয়।

এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (৮ জানুয়ারী) জামালপুর ইউনিয়নের চান্দের বাগ চৌরাস্তা মোড় এলাকায় নৌকা প্রতীকের সমর্থক আতাউর রহমান (৪০) কে মারধরের ঘটনায় তার ভাই মতিউর রহমান বাদী হয়ে মামলা দায়ের করে। মামলা নং-২(১)২৪। 

মামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নারগানা এলাকার মোমেন (৪৮), নাইমুল (১৯), নিরব (১৮), বালিয়াভিটা এলাকার আনোয়ার হোসেন (৪৮), আওলাদ (৪৭), নারগানা এলাকার এনামুল কাজী (৩০), বালিয়াভিটা এলাকার মনির (৫২) এবং জাকির হোসেনের (৩৮) নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫০ জনকে আসামী
করা হয়।

অপরদিকে চান্দেরবাগ এলাকায় ট্রাক প্রতীকের সমর্থক সৌদি প্রবাসী বালিয়াভিটা এলাকার রাজিব শেখ (৩১) কে মারধরের ঘটনায় তার পিতা আবু তৈয়ব শেখ বাদী হয়ে নৌকার সমর্থকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-৩(১)২৪। 

মামলায় বলা হয় নির্বাচনে স্বতন্ত্র ট্রাক প্রতীক জয় পাওয়ার পরদিন সোমবার (৮ জানুয়ারী) দুপুরে ভুক্তভোগী রাজিব শেখ জামালপুর ইউনিয়নের চান্দেরবাগ বাজারে গেলে তাকে নৌকার সমর্থকরা স্থানীয় ইউপি. মেম্বার মোস্তফা কামালের সামনে হুমকি-ধামকি দেয় এবং মারধর করে। মামলায় নৌকার সমর্থক চান্দের বাগ এলাকার হিরণ (৩৫),
ফাইজুল্লাহ (৩০), ইউনুস (৩৬) এবং লিটন (৪০) নামে এবং অজ্ঞাত আরোও ৩৫ জনকে আসামী করে মামলা দায়ের করে।

অপরদিকে মোক্তারপুর ইউনিয়নের রাথুরা এলাকার নৌকার সমর্থক পিয়াস মাহমুদকে এলাকায় খুঁজে না পেয়ে গত বুধবার (১০ জানুয়ারী) তার বাড়িতে গিয়ে তার মা শারমিন বেগমের (৩৮) কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের সমর্থকরা। চাঁদা না পেয়ে শারমীন বেগমকে মারধর, শ্লীলতাহানী ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা এবং স্বণের্র চেইন ছিনিয়ে নেয়ার অভিযোগে মামলা দায়ের করে। মামলা নং-৫(১)২৪। 

এঘটনায় ভুক্তভোগী শারমিন বেগম বাদী হয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রাথুরা এলাকার শারফুদ্দিন (৪৮), শাহিন (৩৫) এবং জয়নাালের (৪০) নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৮ জনকে আসামী করে মামলা দায়ের করে।

এছাড়া গত সোমবার (৮ জানুযারী) সকালে মোক্তারপুর ইউনিয়নের ধনপুর এলাকায় নৌকার সমর্থক ব্যবসায়ী জুয়েল শেখের রাথুরা বাজারে থাকা দোকানে হামলা করে ও তাকে মারধর এবং দোকান থেকে লুটপাটের ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলা নং-৭(১)২৪।

এঘটনায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রাথুরা এলাকার রুবেল (৩৭), টিপু (৩০), মাসুম (২৭), সাইফুল (৪৮) এবং জাকির (৪২) কে আসামি করে মামলা দায়ের করে।

এ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন মুঠোফোনে প্রতিবেদককে জানান, নির্বাচন পরবর্তী কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকলেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের একাধিক টিম কাজ করছে। 

তিনি আরোও জানান, অভিযোগের ভিত্তিতে চারটি মামলা রুজু করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ অভিযান শুরু করেছে। তাছাড়া আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

নির্বাচন পরবর্তী বিভিন্ন ঘটনাবলী নিয়ে জানতে চাইলে গাজীপুর- ৫(কালীগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান মুঠোফোনে প্রতিবেদককে জনান, নির্বাচন পরবর্তী কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকলেও আর যাতে এধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। কেউ আইনের
উর্ধ্বে নয়। বিগত ১৫ বছরে যাই ঘটুক না কেন, এখন থেকে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে সুন্দর কালীগঞ্জ গড়ার লক্ষে কাজ করতে হবে। রাস্তাঘাট,যাতায়াত, পানি নিষ্কাশন, মাদকমুক্ত সমাজ গঠন ও যুবকদের আত্বকর্মসংস্থানের ব্যবস্থা করাই আমার মূল লক্ষ্য। তিনি সকলের সহাবস্থান, কালীগঞ্জকে শান্তিপূর্ণ ও সুন্দর রাখতে সকলের সহোযোগীতা কামনা করেন।

এই বিভাগের আরো খবর