বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ১০ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৮

কালীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

আবুল কালাম খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩  

গাজীপুরের কালীগঞ্জে নির্বাচন আচরণবিধি লংঘনের দায়ে জরিমানা আদায়ের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমিক দিয়েছে এক ইউপি সদস্য। এ বিষয়ে সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম খান কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরীভুক্ত ও সহকারী রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, দৈনিক বাংলাদেশ কণ্ঠ পত্রিকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম খান গত ২২/১২/২০২৩ তারিখ “কালীগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা” ও গত ২৪/১২/২০২৩ তারিখ “গাজীপুর-৫ আসন নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায়ে নৌকার সমর্থককে জরিমানা” শিরোনামে দু’টি সংবাদ প্রকাশ করেন। এরই জের ধরে গত ২৫/১২/২০২৩ তারিখ সোমবার দুপুর আনুমানিক ০২.০০ ঘটিকায় জনতা উচ্চ বিদ্যালয় মাঠে বক্তারপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ইকবাল হোসেন সারোয়ার এবং তার ছোট ভাই মনোয়ার হোসেন আরিফ সাংবাদিক সিরাজুল ইসলাম খানকে দেখতে পেয়ে তাকেসহ পরিবারের লোকদের অকথ্য/অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে লোকজনের সম্মুখে সাংবাদিক সিরাজুলকে তারা স্বপরিবারে প্রকাশ্য দিবালোকে প্রাণনাশসহ বড় ধরনের ক্ষতি সাধনের হুমকি দিয়ে চলে যায়। 

এবিষয়ে সাংবাদিক সিরাজুল ইসলাম খান গত ২৫/১২/২০২৩ তারিখ কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরীভুক্ত করেন এবং ২৬/১২/২০২৩ তারিখ সহকারী রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন জানান , সাংবাদিক সিরাজুল ইসলাম খান থানায় একটি সাধারণ ডাইরীভুক্ত করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এই বিভাগের আরো খবর