মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৪

কালীগঞ্জে ইউনিয়ন পর্যায়ে বিএনপি’র পদযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩  

সারাদেশের ন্যায় পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কালীগঞ্জের তুমলিয়া ইউনিয়নে বিএনপ্#ি৩৯;র প্রতিবাদ,পথযাত্রা ও বি¶োভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ ঘটিকায় কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী কালীগঞ্জ থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে পথযাত্রা কর্মসূচি পালিত হয়। পথযাত্রাটি তুমলিয়া ইউনিয়নের সোম বাজার মোড় হতে শুরু করে প্রধান প্রধান সড়ক পদ¶িন করে বিএনপি (কাসেমের) মোড় এসে শেষ হয়। তেল, গ্যাস, বিদ্যুৎ সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপে¶ তত্ত্ধসঢ়;বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজকের এই পথযাত্রা।
কালীগঞ্জ থানা বিএনপ্#ি৩৯;র সভাপতি মোঃ হুমায়ুন কবির মাষ্টারের নেতৃত্বে পথযাত্রা কর্মসূচিতে আরোও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার যুব বিষয়ক সম্পাদক আব্দুল বাসেদ বাচ্চু, যুব দলের থানা যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন আকন্দ, থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, তুমলিয়া ইউনিয়ন বিএনপ্#ি৩৯;র সভাপতি সিরাজ উদ্দিন সিরু, সাংগঠনিক সম্পাদক হাসান করিম ভুইয়াসহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর