বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ১০ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬২

কালীগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর ভস্মিভুত-৫০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩  

গাজীপুরের কালীগঞ্জে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লেগে বসতঘর, নগদ টাকা, স্বর্ণালংকারসহ আসবাবপত্র ভস্মিভুত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের সেনপাড়া গ্রামের মোমেন মিয়ার বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্থ মোমেন জানান, সোমবার রাতে আমরা একটি ওরছ শরীফে যাই। একজন দৌড়ে এসে বলেন, আমাদের বাড়ীতে আগুন লেগেছে। আমি গিয়ে দেখতে পাই আমাদের চার ভাইয়ের পাঁচটি বসতঘর, পাঁচ ভরি স্বর্নালংকার, নগদ তিন লাখ টাকা, আসবাবপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। জামা কাপড়ও বের করতে পারিনি। অগ্নিকান্ডে আমাদের প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা উদ্দীপন ভক্ত জানান, রাত প্রায় সাড়ে ৮টার দিকে ওই বাড়ির বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুন পুরো বাড়ীতে ছড়িয়ে পড়ে। পরে ৯৯৯ এ খবর পেয়ে ফায়ার সার্ভিস ২০ মিনিট চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়। 

এই বিভাগের আরো খবর