মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৬২০

কান ধরে ওঠবোসে স্মৃতিশক্তি বাড়ে

নুরুল আফছার,

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯  

 

কান ধরে ওঠবোস মানে কোন শাস্তির ব্যাপার। স্কুলজীবনে এই ব্যাপারটি বেশি ঘটে থাকে। রাগী স্যার বা ম্যাডামরা শাস্তি হিসেবে কান ধরে ওঠবোস করান। অপরাধ করলে শুধু স্কুলে নয়, বাসা-বাড়িতে বড়রা কান ধরে ওঠবোসের শাস্তি দিয়ে থাকেন। তবে এই পরিস্থিতি এখন অনেকটাই বদলে গেছে। কিন্তু কান ধরে ওঠবোস শাস্তি হিসেবে গণ্য হলেও এর রয়েছে অনেক গুণ। 

গবেষণা বলছে, কান ধরে ওঠবোস করলে মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে এবং মনঃসংযোগের ক্ষমতা বাড়ে। নিয়মিতভাবে কান ধরে ওঠবোস করলে মস্তিষ্ক সজাগ ও সতর্ক হয়ে যায়। এর ফলে স্মৃতিশক্তি বাড়ে এবং শ্বাসপ্রশ্বাসের ক্ষমতার উন্নতি ঘটে।

বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে কান ধরে ওঠবোস করলে মস্তিষ্কে অ্যালফা তরঙ্গের প্রভাব বাড়ে। কানের লতিতে টান পড়ায় মস্তিষ্কের অনেক কোষ জাগ্রত হয়ে ওঠে। তখন মস্তিষ্ক পরিপূর্ণভাবে কাজ করা শুরু করে।

অনেক দেশেই কান ধরে ওঠবোসকে নিয়মিত ব্যায়াম হিসেবে করানো হয়। একে সুপার ব্রেন যোগা বলা হয়। আমেরিকাতেও এই বিষয়ে অনেক ওয়ার্কশপ করা হয়।

এই বিভাগের আরো খবর