শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৮ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬৯

করোনায় মারা যাওয়া নারীর গোসল করালেন ইউএনও

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ জুলাই ২০২১  

 

পিরোজপুরের কাউখালীর উজিয়ালখন গ্রামের এক নারী শুক্রবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল করোনায় আক্রান্ত হয়ে মারা যান। করোনায় ভয়ে স্বজনেরাও মরদেহ ধরছে না। প্রতিবেশীরাও কেউ এগিয়ে আসছে না। ঘণ্টায় পর ঘণ্টা মরদেহ পড়ে আছে বাড়িতে। পরে এই সংবাদটি নাড়া দেয় উপজেলা নির্বাহী অফিসারকে। শুক্রবার (৯ জুলাই) রাত তখন ১০টা মরদেহ গোসল করাতে উদ্যোগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা। আগে কখনো মরদেহ গোসলের অভিজ্ঞতা না থাকলেও ইতোমধ্যে শিখে নিয়েছেন নিয়মরীতি। ওই নারীর মরদেহ গোসল করান। তাকে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী মাহফুজা মিলি এবং শামীমা আক্তার।

মরদেহ গোসল করানোর আগে সুরক্ষা সামগ্রী পরে ধর্মীয় রীতি অনুযায়ী গোসল করানো হয় এবং কাফনের কাপড় পড়ানো হয়। রাত ১২টার দিকে কাউখালী উজিয়ালখান গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ। করোনায় মৃত নারীর লাশ গোসল করানোর সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ তাদের স্ট্যাটাসে লিখেছেন- মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা।

উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, করোনায় কেউ মারা গেলে সংক্রমণের ভয় থাকা ভুল ধারণা। মানুষের সচেতন হওয়া উচিত।
 

এই বিভাগের আরো খবর