সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮২

কমেছে আমদানি, বেড়েছে পেঁয়াজের দাম

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২১  

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কমেছে পেঁয়াজের আমদানি। এ কারণে দেশের পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে দাম।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে বাজারে গিয়ে এই চিত্র দেখা যায়। গত ৬ দিন আগেও বন্দরের খুচরা ও পাইকারি বাজারে প্রকারভেদে ২৫ থেকে ২৮ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ বৃহস্পতিবার সেই পেঁয়াজ দাম বেড়ে বিক্রি হচ্ছে ২৯ থেকে ৩২ টাকা দরে। হঠাৎ করে দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা।


হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানি কারকরা জানান, অতিরিক্ত গরমের কারণে আমদানিকৃত পেঁয়াজ পচে যাচ্ছে। বিক্রি করতে হচ্ছে কম দামে। এতে করে অনেকটাই ক্ষতি হচ্ছে তাদের। অপর দিকে দেশীয় পেঁয়াজের দাম কেজি প্রতি কমেছে ৪ থেকে ৫ টাকা। দেশীয় পেঁয়াজের দাম কমার বিষয়টির প্রভাব পরেছে ভারতীয় আমদানিকৃত পেঁয়াজের ওপর। এছাড়াও পেঁয়াজের সরবরাহ কমায় ভারতের মোকামে পূর্বে যে দামে পেঁয়াজ ক্রয় করা হতো, এখন সেখানে দাম কিছুটা বাড়ায় বাড়তি দামে আমদানি করতে হচ্ছে। মূলত ভারতে পেঁয়াজের দাম বাড়ায় এবং আমদানি কমায় দেশের বাজারে দাম বেড়েছে।

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, হিলি কাস্টমসের তথ্য মতে বুধবার (২২ সেপ্টেম্বর) ভারতীয় ১৩ ট্রাকে ৩৬৫ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থল বন্দর দিয়ে।

এই বিভাগের আরো খবর