বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৯৮

কবি কোহিনূর রহমানের দ্বিতীয়  কাব্যগ্রন্থ  "ভালোবাসার নীল কাব্য″ 

মুহাম্মদ বশির আহমাদ 

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩  

আধ্যাত্মিক কবি কোহিনূর রহমান প্রকৃতির রূপ লীলা দেখে স্রষ্টার সান্নিধ্য খুঁজেন।  শৈশব থেকেই  তিনি দেশী বিদেশি রাইটারদের বই পড়তেন। তা তেকেই লিখা শুরু। কিশোরী বয়সে রক্ষণশীল পরিবারের বঁধু হওয়া সত্ত্বেও তিনি লেখালেখি চালিয়ে যান। কবি কোহিনূর রহমান একাধারে কবি, গল্পকার, গীতিকার ও ঔপন্যাসিক।তিনি ইসলামিক হাম,নাত সৃজনেরও রচয়িতা।  এক কথায় বহুমুখী প্রতিভার  অধিকারী। মানুষ হিসেবেও তিনি একজন প্রকৃত সমাজসেবী এমনকি মানবিক। দুঃস্থ অসহায়দের সাহায্যার্থে তিনি সিদ্ধহস্ত।

লেখালেখির তীব্র বাসনা কবিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। লেখালেখির মাঝে অনেক বাধা বিপত্তি আসে তবুও হাল ছেড়ে না দিয়ে নিজের লক্ষ্যের দিকে ছুটে চলেন।

তার ইচ্ছে সবাইকে তার লিখা পড়ার মাধ্যমে অনুপ্রেরণা দিয়ে সফলতার মূল দিগন্তে পৌঁছে দেওয়ার।  তিনি সবসময আধ্যাত্মিক চিন্তা ভাবনা থেকে লিখার খোরাক জোগান। তিনি কাউকে খুশি করার জন্য কখনো লিখালিখি করেন না‌।তিনি জানিয়েছেন নিজের মনকে প্রশান্ত করার জন্য সবসময় লিখেন । তিনি বিশ্বাস করেন যে আগ্রহী পাঠক বইটি পড়লে  প্রেম প্রকৃতি ও ভালোবাসার কবিতাগুলো মনকে আলোড়িত করবে। পাঠক সে লেখা পড়ে হয়তো সত্য সুন্দরের অনুধাবন করতে পারবেন।কবি বইয়ের মাধ্যমে বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে চান তার মূল্যবান কথা গুলো।তিনি আরো জানিয়েছেন একবার কেউ বইটি হাতে নিলে মুগ্ধ হবেন যা নামেই পরিচয়। কবি জীবনের শেষ পর্যন্ত সাহিত্য নিয়েই কাজ করতে চান।তার চমৎকার বইটি অমর একুশে বইমেলায় ( গাঙচিল প্রকাশনীর  ৩৯৭ নং স্টলে) কিংবা রকমারিতেও অথবা কবির কাছ থেকে পাঠকরা সংগ্ৰহ করতে পারবেন বলে জানিয়েছেন।

একটি বই প্রকাশ করা একজন লেখকের কাছে নিঃসন্দেহে সন্তানতুল্য। সেই আনন্দ আরো গাঢ় হয় যখন বইটি পাঠকের হাতে হাতে পৌঁছে। এ পর্যন্ত কবি কোহিনূর রহমানের একটি উপন্যাস "মেঘে ডাকা চাঁদ" একটি গুচ্ছ গল্পের বই  "প্রেম ফুল" প্রথম কাব্য গ্রন্থ "মন গহীন " পাঠক মহলে বেশ সাড়া জাগিয়েছে। ২০২৩ বই মেলাকে সামনে রেখে কবির দ্বিতীয় কাব্য গ্রন্থ " ভালোবাসার নীল কাব্য  প্রকাশিত হয়েছে তাছাড়াও লেখকের গল্প কবিতার  ১১ টি যৌথ কাব্য প্রকাশ পেয়েছে। ছড়িয়ে ছিটিয়ে অনেক ম্যাগাজিন ও অফ লাইন অন লাইন পত্রিকায় কবির লিখা আছে। তিনি দীর্ঘ জীবন কামনায় সবার দোয়া প্রার্থী...।

এই বিভাগের আরো খবর