মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪   কার্তিক ৬ ১৪৩১   ১৮ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৪

ইসি গঠনে আইন প্রণয়নে নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২১  

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা সমন্বয়ে গঠিত একটি  হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রবিবার এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী মো. ইয়ারুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে গত ১৩ অক্টোবর রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এডভোকেট মো. ইয়ারুল ইসলাম এ রিট আবেদন করেন। রিটে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়।

সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুসারে সুনির্দিষ্ট আইন প্রণয়নের মাধ্যমে পরবর্তী নির্বাচন কমিশন (ইসি) গঠনের নির্দেশনা চেয়ে রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী মো. ইয়ারুল ইসলাম হাইকোর্টে রিটটি  করেন।

এই বিভাগের আরো খবর