মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৫

ইসলামী সমাজের দেশব্যাপী ৩ দফা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩  

দেশে চলমান সংঘাতময় অবস্থার অবসানে ইসলামী সমাজের শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, বিশ্বের প্রতিটি রাষ্ট্রে 'ইসলাম'এর পরিবর্তে কোন না কোন মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকায় বাংলাদেশসহ বিশ্বের মানুষ “মানুষের সার্বভৌমত্ব, আইন-বিধান ও কর্তৃত্বের” অধীনে বন্দি হয়ে, মানুষেরই মনগড়া আইনের আনুগত্য স্বীকার করে মানুষের দাসত্ব করছে এবং আল্লাহর সার্বভৌমত্বের সীমালংঘনকারী দুর্নীতিবাজ নেতাদের আনুগত্যে বিভিন্ন ইস্যুতে বিভক্ত হয়ে সংঘাত ও সংঘর্ষের পথে চলছে। তিনি বলেন, বাংলাদেশে “সরকার ও সরকার বিরোধীরা” ক্ষমতা ও আধিপত্য বিস্তার নিয়ে ভয়াবহ সংঘাত ও সংঘর্ষের মুখোমুখী অবস্থান করছে। গণতন্ত্র তথা মানব রচিত ব্যবস্থার অধীনে বন্দি হয়ে ইসলামের বিপরীত মানুষের মনগড়া আইন-বিধান মেনে চলার কারণেই আল্লাহ রাব্বুল আলামীনের আযাব-গজবের অংশ হিসেবেই মানুষের মাঝে এ সংঘাতময় অবস্থা বিরাজ করছে। আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে সামজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হলেই সংঘাতময় অবস্থার অবসান হবে এবং মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, ফলে সকল মানুষের ধর্মীয় অধিকারসহ সকল অধিকার আদায় ও সংরক্ষণ হবে।

তিনি বলেন, যারা আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যেতে থাকবে তারা অখিরাতে আল্লাহর রহমতে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাত লাভ করবে। “ইসলামী সমাজ দল, নির্বিশেষে সকল মানুষের জন্য নিরাপদ আশ্রয়স্থল”।

তিনি বলেন, ইসলামী সমাজ সকল মানুষের সার্বিক কল্যাণে একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে তাঁরই রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আন্তরীক প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। তিনি দেশে চলমান সংঘাতময় অবস্থার অবসানে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় “জানুয়ারী ও ফেব্রুয়ারী ২০২৩ইং” এ দুমাসে দেশব্যাপী ৩ দফা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেন ।

ঘোষিত কর্মসূচীসমূহ- (১) দেশের বিভিন্ন অঞ্চলে ৮টি কল্যাণ ও শান্তি সমাবেশ।

২১ জানুয়ারী ২০২৩ ইং শনিবার: কুমিল্লা মহানগর। ২৮ জানুয়ারী ২০২৩ ইং শনিবার: গাজীপুর মহানগর। ০৪ ফেব্রুয়ারী ২০২৩ ইং শনিবার: চট্টগ্রাম মহানগর। ১১ ফেব্রুয়ারী ২০২৩ ইং শনিবার: কুষ্টিয়া জেলা শহর। ১৫ ফেব্রুয়ারী ২০২৩ ইং বুধবার: বরিশাল মহানগর। ১৮ ফেব্রুয়ারী ২০২৩ ইং শনিবার: নারায়নগঞ্জ মহানগর। ২২ ফেব্রুয়ারী ২০২৩ ইং বুধবার: রংপুর মহানগর। ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ইং শনিবার: ময়মনসিংহ মহানগর।

(২) দেশব্যাপী গনসংযোগ প্রচারপত্র বিলি ও সংক্ষিপ্ত পথসভা। (৩) দেশের বিভিন্ন প্রতিষ্ঠান সমূহের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের সাথে মত বিনীময় করা হবে ইনশাআল্লাহ ।

উক্ত আলোচনা সভায় ইসলামী সমাজের বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

এই বিভাগের আরো খবর