বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮১

ইমাজ উদ্দিন প্রামানিকের নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত

মাহবুবুজ্জামান সেতু, মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৪  

নওগাঁর মান্দায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভা অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার বিকেলে উপজেলার ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নের সিংগীহাট ও আন্দারিয়া পাড়ার মোড়সহ বিভিন্ন এলাকায় এসব পথসভা অনুষ্ঠিত হয়। 

সিংগীহাটে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন কাঁশোপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকছেদ আলী। 
এসময় কাঁশোপাড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আল মামুনুর রশিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বতন্ত্র এমপি পদপ্রার্থী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মির্জা মাহবুব বেগ বাচ্চু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, কাঁশোপাড়া ইউনিয়নের আওয়ামীলীগ নেতা সাখাওয়াত হোসেন স্বপন এবং আবুল কালাম আজাদ প্রমূখ।

মান্দা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মির্জা মাহবুব বেগ বাচ্চু বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯-নওগাঁ-৪ (মান্দা) আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক দলমত নির্বিশেষে সকলের সার্বিক সহযোগীতা এবং দোয়া কামনা করেছেন। “জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত মান্দাবাসীর সেবা করে যেতে চান তিনি।”

নির্বাচনের তফসিল ঘোষনা এবং প্রতীক বরাদ্দের পর থেকে অদ্যবধি তার নির্বাচনী এলাকায় গণসংযোগ ও প্রচার- প্রচারণার অংশ হিসেবে পথসভা এবং উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন। 

এ ব্যাপারে ঈগল প্রতীকের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী-সাবেক মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক বলেন, “ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯-নওগাঁ-৪ (মান্দা) আসনে আমি একজন সতন্ত্র এমপি পদপ্রার্থী। মান্দার অবশিষ্ট কাজগুলো সমাপ্ত করার জন্য সকলের দোয়া, সহযোগীতা ও সমর্থন কামনা করেন তিনি ।

এই বিভাগের আরো খবর