মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬১

আবুধাবিতে চাকরি ভিসার কোনো যাত্রী নেবে না বাংলাদেশ বিমান

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২০  

 

প্রবাসী বাংলাদেশিদের অনেকেই নিয়ম কানুনের জটিলতায় ফিরতে বাধ্য হচ্ছেন আবুধাবি বিমানবন্দর থেকেই। এমন অবস্থায় আবুধাবিতে চাকরি ভিসার কোনো যাত্রী না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিমান। সবকিছু ঠিক থাকার পরও যেতে না পারা প্রবাসীরা সরকারের সহযোগিতা চেয়েছেন। প্রবাসীদের হয়রানি বন্ধে সংশ্লিষ্ট দেশের নিয়মনীতি জেনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে পদক্ষেপ নেয়ার আহ্বান বিশেষজ্ঞদের।

দেশে এসে আটকে পড়া সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা প্রথমে ভুগেছেন টিকিট সংকটে। এবার দেশটির পরিবর্তিত নীতিতে অনিশ্চয়তায় তাদের ভবিষ্যৎ। গেল তিন দিনে আবুধাবি বিমানবন্দর থেকে ১৪৮ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। সব কাগজপত্র ও অনুমোদন থাকা সত্ত্বেও অভিবাসন কর্তৃপক্ষ ছাড়পত্র না দেয়ায় শাহজালাল বিমানবন্দর থেকে ফেরত গেছেন শত শত প্রবাসী। ছাড়পত্র থাকলেও আবুধাবিতে ঢুকতে দেয়া হয়নি ২৯ জন। মরিয়া প্রবাসীরা প্রতিদিন বিমানের সেলস অফিসে ধর্ণা দিচ্ছেন।

বাংলাদেশ বিমান বলছে, যাত্রী ফেরত পাঠানোর বিষয়ে কোনো সদুত্তর দেয়নি দেশটি। চাকরি ভিসাধারীদের আবুধাবিতে ঢুকতে না দেয়ায় এ ভিসার যাত্রী না নেয়ার সিদ্ধান্ত তাদের। সুরাহা না হওয়া পর্যন্ত সপ্তাহে ৬টির পরিবর্তে চলবে দুটি ফ্লাইট।

বাংলাদেশ বিমান এমডি মোকাব্বির হোসেন বলেন, এ অবস্থায় আমরা মনে করি, যাত্রীদের এভাবে পাঠিয়ে তারাও হেনস্তা হচ্ছে, আমরাও হেনস্তা হচ্ছি। এজন্য আমরাও ফ্লাইট বন্ধ করছি।

সমন্বয়হীনতা ও তথ্য ঘাটতির কারণে এ জটিলতা বলে মনে করেন অভিবাসন বিশেষজ্ঞরা।

রামরু জ্যেষ্ঠ গবেষক ড. জালাল উদ্দিন বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে মাইগ্রেন কর্মচারীদের সমস্যাগুলো দেখা।

গত ১৪ জুলাই আবুধাবিতে ফ্লাইট চালু করে বাংলাদেশ বিমান।

এই বিভাগের আরো খবর