বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ১০ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৩

আওয়ামী লীগ প্রার্থীর রাজনৈতিক কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩  

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওদুদ এমপির ঝিলিম রোডস্থ রাজনৈতিক কার্যালয়ের পাশে মসজিদের সামনে দুটি  ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়সূত্র জানিয়েছে, রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন লোক আব্দুল ওদুদের ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয় ( নাহালা ভবন) এর পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। শহরের এ বাড়িতে আব্দুল ওদুদ তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন। তিনি কিংবা তার পরিবারের কোন সদস্য এ বাড়িতে থাকেন না।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) মিন্টু রহমান জানান, রাতে পরপর দুটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে থেকে পুলিশ আলামত সংগ্রহ করেছে। জড়িতদের শনাক্তে কাজ করেছে পুলিশ।

এই বিভাগের আরো খবর