শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫   চৈত্র ২০ ১৪৩১   ০৫ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৫

আইসিটি জনবলের পদ-নাম পরিবর্তনসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪  

সচিবালয়ে কর্মরত আইসিটি জনবলের পদ-নাম পরিবর্তন, আন্তঃমন্ত্রণালয় বদলি ও পদোন্নতির ব্যবস্থাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন সচিবালয়ে কর্মরত আইসিটি কর্মকর্তারা৷ একইসঙ্গে তাদের এসব দাবি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর একটি আবেদনও দিয়েছেন তারা৷

মঙ্গলবার (১৩ আগস্ট) সচিবালয়ে পানির পাম্পের পাশে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব দাবি জানান তারা৷

আইসিটি কর্মকর্তারা বলেন, একটি বৈষম্যহীন স্বচ্ছ জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের দক্ষ মানবসম্পদ হিসেবে আইসিটি খাতকে গড়ে তোলার জন্য এবং প্রতিবন্ধকতা, মানসিক দৈন্যতা, হতাশা নিরসনকল্পে আমাদের দাবিসমূহ বাস্তবায়ন ও কার্যকর করতে সচিব মহোদয়ের আন্তরিক সহযোগিতা ও আশু পদক্ষেপ কামনা করছি।

তাদের দাবিগুলো হচ্ছে: 
১. সচিবালয়ে কর্মরত আইসিটি জনবলের আন্তঃমন্ত্রণালয় বদলি ও পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করতে হবে৷

২. সচিবালয়ের মূল পদের সঙ্গে সংগতিপূর্ণ রেখে বিভিন্ন পদ-নাম পরিবর্তন করতে হবে৷

৩. সকল মন্ত্রণালয়ে/বিভাগে আইসিটি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত আইসিটি অনুবিভাগ স্থাপন করতে হবে৷

৪. সকল মন্ত্রণালয়/বিভাগের আইসিটির ষষ্ঠ গ্রেড ও তদূর্ধ্ব পদে সরাসরি নিয়োগ বন্ধ করে পদোন্নতির সুযোগ সৃষ্টি করতে হবে এবং

৫. আইসিটি কর্মকর্তাদের জন্য সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রেখে যথোপযুক্ত ক্যারিয়ার প্লান তৈরি ও যুগোপযোগী আইসিটি ভিত্তিক বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে৷

এই বিভাগের আরো খবর