রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৮

আইএলটি ট্রফির লড়াইয়ে নামতে মুখিয়ে গালফ-ডেজার্ট

 অনলাইন ডেস্ক 

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩  

শিরোপার লড়াইয়ে রাতে মাঠে নামছে গালফ-ডেজার্ট। ছবি: সংগৃহীত

শিরোপার লড়াইয়ে রাতে মাঠে নামছে গালফ-ডেজার্ট। ছবি: সংগৃহীত

পর্দা নামতে যাচ্ছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-২০) প্রথম আসরের। ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টের ইতি ঘটতে চলেছে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ট্রফির লড়াইয়ে লড়বে গালফ জায়ান্টস ও ডেজার্ট ভাইপার্স। টুর্নামেন্টের শুরু থেকেই ধারাবাহিক এই দুই দল ট্রফির লড়াইয়ে নামার জন্য মুখিয়ে আছে।

প্রথম কোয়ালিফায়ারে গালফকে উড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল ডেজার্ট। দলটির অধিনায়ক কলিন মুনোরো বলেন, ‘আমরা এই দিনটির জন্য অপেক্ষা করছি। আশা করছি ভালো কিছু করে দেখাতে পারব। দুটি দারুণ দল ফাইনালে উঠেছে। শুরু থেকেই দুই দল ফর্মে আছে।’

এদিকে শীর্ষে থাকলেও দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনাল নিশ্চিত করতে হয়েছে গালফকে। দলটির অধিনায়ক জেমস ভিন্স ফাইনালে ওঠার লড়াইয়ে খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। শিরোপার লড়াইয়ে মাঠে নামতে উদগ্রীব ভিন্স বলেন, ‘এটা দারুণ একটি প্রতিযোগিতা ছিল। লিগ পর্বে শীর্ষে থাকা দুই দল ফাইনালে লড়ছে। আমাদের দলের অনেক দারুণ অভিজ্ঞতা হয়েছে। ক্রিকেটাররা বড় মঞ্চের জন্য প্রস্তুত। ফাইনালে নামার জন্য তর সইছে না।’

এই বিভাগের আরো খবর