বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ২৯ ১৪৩১   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪২

অভ্যুত্থানোত্তর বাংলাদেশে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে পাঠ্যাভ্যা

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৪  

অভ্যুত্থানোত্তর বাংলাদেশে একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে মানুষের পাঠ্যাভ্যাস তৈরিতে বইকে মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে জাতীয় গ্রন্থকেন্দ্রের ভুমিকা অতীব গুরুত্বপূর্ণ।

সৃজনশীল গ্রন্থ প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের একমাত্র প্রতিনিধিত্বকারী সংগঠন ‘বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি’র প্রতিনিধিদল আজ ০৪ নভেম্বর ২০২৪, সোমবার জাতীয় গ্রন্থকেন্দ্রের নবনিযুক্ত পরিচালক আফসানা বেগম-এর সাথে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করে এবং তার নিযুক্তি উপলক্ষে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এই অভিমত ব্যাক্ত করেন।

 

জাতীয় গ্রন্থকেন্দ্রের বিভিন্ন কার্যক্রমে প্রকাশক সমাজের পক্ষ থেকে এর কার্যক্রমে সম্পৃক্ততা এবং সহযোগিতার ব্যাপারেও আলোচনা করা হয়।

 

বইকে পাঠকের কাছাকাছি নিয়ে যেতে বিভাগীয় পর্যায়ের বইমেলা আয়োজন করে জাতীয় গ্রন্থকেন্দ্র। চলতি বছরের এই আয়োজনকে আরও ফলপ্রসূ করতে করণীয় নিয়ে মতামত দেন প্রকাশকেরা। বাংলা বই এবং বাংলাদেশের বই সারাবিশ্বের বিভিন্ন ভাষাভাষী পাঠকদের কাছে অনুবাদের মাধ্যমে পৌঁছে দিতে ফ্রাংকফুর্ট বইমেলা সহ বিভিন্ন আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণ এবং বইয়ের প্রকাশনা স্বত্ব বিষয়ে গ্রন্থকেন্দ্র এবং প্রকাশকদের পারস্পরিক সহযোগিতা, পাশাপাশি বাংলাদেশে আন্তর্জাতিক বইমেলার আয়োজন, যেখানে বিভিন্ন দেশের আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা অংশ নিবে, এমন পরিকল্পনা ও তার বাস্তবায়নের বিষয়েও আলোচনা করা হয়।

 

জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে প্রতিবছর বইপত্র ক্রয় করা হয়। বই নির্বাচন ও ক্রয়ের ক্ষেত্রে আপোষহীনতা এবং  নিরপেক্ষতা বজায় রাখা বিষয়ে গ্রন্থকেন্দ্র কর্তৃপক্ষ নিজেদের প্রত্যয় ব্যক্ত করেন। প্রকাশক প্রতিনিধিরা গ্রন্থকেন্দ্রের নীতির প্রশংসা করার পাশাপাশি বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের আমলে যারা সিন্ডিকেটের মাধ্যমে যারা লুটপাট করেছে, তাদেরকে কালো তালিকার অন্তর্ভুক্ত করার আহ্বান জানায়।

 

সভায় বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইকবাল হোসেন সানু (লাবনী প্রকাশনী), সাধারণ সম্পাদক মো. গফুর হোসেন (রিদম প্রকাশনা), উপদেষ্টা আরিফুর রহমান নাঈম (ঐতিহ্য প্রকাশনী), মো. জহির দীপ্তি (ইতি প্রকাশন), মাশফিক উল্লাহ তন্ময় (স্টুডেন্ট ওয়েজ), আবুল বাশার ফিরোজ (ধ্রুবপদ), আবু বকর সিদ্দিক রাজু (স্বরে-অ), রাজ্জাক রুবেল (গ্রন্থিক), স্বপন কুমার দত্ত (জোৎস্না পাবলিশার্স),  ফারুক আহমেদ (প্রিয়মুখ প্রকাশনী), মোহাম্মদ মিজানুর রহমান (শোভা প্রকাশ), মোঃ সায়ফুল্লাহ খান (নূর কাসেম পাবলিশার্স), শাহ আল মামুন (মনন প্রকাশ), আয়েশা আলতার লিয়া (একুশে বাংলা প্রকাশন)।

 

দেশের প্রকাশনা শিল্পের অগ্রযাত্রায় জাতীয় গ্রন্থকেন্দ্র ও 'বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি' পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে উভয়পক্ষের দায়িত্বশীল ব্যক্তিরা।

এই বিভাগের আরো খবর