শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫   বৈশাখ ৫ ১৪৩২   ১৯ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৪

অবশেষে জাবির প্রথমবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু ১ ফেব্রুয়ারি

জাবি প্রতিনিধি:

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৪  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বশরীরে ক্লাস শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের স্বশরীরে ক্লাস শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি এবং আগামী ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিক্ষার্থীদের হল বরাদ্দ দেওয়া হবে।’

এর আগে আসন সংকটের কারণ দেখিয়ে ভর্তি পরীক্ষার প্রায় ৫ মাস পর গত বছরের ৩০ নভেম্বর অনলাইনে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে শুরু থেকেই শিক্ষার্থীরা অনলাইন ক্লাস বাতিলের দাবিতে সোচ্চার ছিলেন। সর্বশেষ শিক্ষার্থীরা অনলাইন ক্লাস বর্জনের ডাক দিলে কর্তৃপক্ষ স্বশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয়।

এই বিভাগের আরো খবর