বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫   বৈশাখ ১০ ১৪৩২   ২৫ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৯

অনলাইনে মনোনয়নপত্র দাখিল বিষয়ে চাঁপাইনবাবগঞ্জে কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আসনভিত্তিক সম্ভাব্য প্রার্থী ও নির্বাচনী এজেন্ট এবং উপযুক্ত প্রতিনিধিদের অংশগ্রহণে অনলাইনে মনোনয়নপত্র দাখিল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলামসহ অন্যরা।
এতে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসন থেকে মনোনয়ন উত্তোলনকারী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতা নবাব মো. শামসুল হোদা, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন থেকে মনোনয়ন উত্তোলনকারী মো. আব্দুল ওদুদের প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম, একই আসন থেকে মনোনয়ন উত্তোলনকারী ডা. গোলাম রাব্বানীসহ তার প্রতিনিধিরা, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসন থেকে মনোনয়ন উত্তোলনকারী মু. জিয়াউর রহমানের প্রতিনিধি মো. আতাউর রহমান ও একই আসন থেকে মনোনয়ন উত্তোলনকারী খুরশিদ আলম বাচ্চুর প্রতিনিধি আব্দুল আজিজসহ অন্যরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।
প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। আর প্রচার শেষ করতে হবে ভোটের ৪৮ ঘণ্টা আগে।

এই বিভাগের আরো খবর