রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৮

অধিনায়ক হিসেবে একাধিক বিপিএল জিতেছেন যারা

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩  

অধিনায়ক হিসেবে বিপিএলে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। ছবি সংগৃহীত

অধিনায়ক হিসেবে বিপিএলে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। ছবি সংগৃহীত

২০১২ সালে বসেছিল বিপিএলের প্রথম আসর। সেই থেকে এখন পর্যন্ত ৮টি আসরের নিষ্পত্তি হয়েছে। এই ৮ আসরের শিরোপা জিতেছেন ভিন্ন চার অধিনায়ক। তারা হলেন মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, ইমরুল কায়েস ও আন্দ্রে রাসেল।

মাশরাফী, সাকিব, ইমরুল কায়েস ও আন্দ্রে রাসেলদের মধ্যে একাধিকবার বিপিএলের ট্রফি জিতেছেন মাত্র দুজন। তারা হলেন- ম্যাশ ও কায়েস। দেশের সফলতম ওয়ানডে অধিনায়ক নেতা হিসেবে বিপিএল জিতেছেন চারবার। অন্যদিকে ইমরুল কায়েস অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন হয়েছেন দুবার।

বিপিএলের প্রথম তিন আসরেই চ্যাম্পিয়ন হয় মাশরাফীর দল। এর মধ্যে ম্যাশ প্রথম ও দ্বিতীয়বার ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে শিরোপা জেতান। পরের মৌসুমে দল বদল করেন তিনি। গ্ল্যাডিয়েটর্সছাড়া মাশরাফী পাড়ি জমান কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। সেখানে গিয়েও জয়ের ধারা অব্যাহত থাকে তার। ২০১৫ সালের ওই আসরে কুমিল্লা চ্যাম্পিয়ন হয় বরিশাল বুলসকে ৩ উইকেটে হারিয়ে।

খেলোয়াড় হিসেবে আগেই বিপিএল জেতা সাকিব অধিনায়ক হিসেবে ট্রফির স্বাদ পান ২০১৬ সালে। সেবার সাকিব খেলেছিলেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। ফাইনালে তার দল ৫৬ রানের বড় ব্যবধানে হারায় রাজশাহী কিংসকে। পরের আসরে আবার মাশরাফী রংপুর রাইডার্সকে শিরোপা জেতান।

ষষ্ঠ আসরে শিরোপা জেতা আরও একজন নতুন অধিনায়ক পায় বিপিএল। ওই আসরে ঢাকা ডায়নামাইটসকে হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শিরোপাজয়ী অধিনায়কের খাতায় নাম লেখান ইমরুল কায়েস, হার বরণ করেন সাকিব আল হাসান। একমাত্র বিদেশি অধিনায়ক হিসেবে ২০২০ সালে রাজশাহী রয়্যালসে ট্রফি জেতান আন্দ্রে রাসেল। আর সবশেষ আসরে কুমিল্লার হয়ে শিরোপা জেতেন ইমরুল।

এই বিভাগের আরো খবর