বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৩

অক্সিজেন এক্সপ্রেসে এলো আরো ২০০ মেট্রিক টন অক্সিজেন

বেনাপোল (যশোর)অফিস

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২১  

ভারত থেকে রেলপথে অক্সিজেন এক্সপ্রেসে এলো আরো ২০০ মেট্রিক টন অক্সিজেন।১৫ তম চালানে ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি করা হয়েছে বেনাপোল বন্দর দিয়ে। 

একটি বিশেষ ট্রেন মঙ্গলবার (৭ সেপ্টেম্বর ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরের রেল স্টেশনে পৌঁছায়।

‘অক্সিজেন এক্সপ্রেসে করে ১৫ বারে রেলপথে ভারত থেকে আমদানি করা হয়েছে প্রায় ৩ হাজার ১৬ মেট্রিক টন অক্সিজেন। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম প্রান্তের উদ্দেশ্যে ছেড়ে গেছে।সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেনটি আবার এ পথ দিয়ে ভারতে ফিরে যাবে।সেখান থেকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে এসব অক্সিজেন সরবরাহ করা হবে।

এদিকে রেলের পাশাপাশি সড়ক পথেও আমদানি হচ্ছে অক্সিজেন। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ২১ জুন থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সড়ক পথে আমদানি হয়েছে ৭ হাজার ২৩২ মেট্রিক টন অক্সিজেন।

বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডের ট্রাফিক পরিদর্শক পলাশ জানান,গত এপ্রিল মাসে ভারতে করোনা পরিস্থিতি মহামারি আকার ধারণ করায় অক্সিজেন ২১ এপ্রিল ভারত অক্সিজেন রপ্তানি বন্ধ করে দেয়৷ সংক্রমণ ও মৃত্যু কমে আসায় ২১ জুন থেকে তারা আবারো অক্সিজেন রফতানি শুরু করে বাংলাদেশে।

রেলস্টেশন মাস্টার সাইদুজজামান জানান,- অক্সিজেনের চাহিদা বেড়ে যাওয়ায় ২৪ জুলাই থেকে রেলে অক্সিজেন আমদানি শুরু হয়।অক্সিজেন দ্রুত ছাড়করণে সব সময় বন্দর, কাস্টমস ও রেল বিভাগের স্পেশাল টিম কাজ করে আসছে।

কাস্টম হাউসের সহকারী কমিশনার কল্যাণ মিত্র চাকমা বলেন,অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে সিরাজগঞ্জে খালাসের উদ্দেশ্যে রওনা হয়েছে।

এই বিভাগের আরো খবর