বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭৫

 বিএনপি পেছনের দরজা ছাড়া আর কিছু বোঝেনা : আইনমন্ত্রী

মোহাম্মদ ইদ্রিস, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৪  

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপি পেছনের দরজা ছাড়া আর কিছু বোঝেনা। উপায় না দেখে বিএনপি এখন নির্বাচনে আসার জন্য দর কষাকষি করেছে।

কথায় আছেনা এমন দাম চাইবো যাতে কেউ আর কিনতে পারবেনা। তাই তারা অজুহাত দেখিয়ে নির্বাচনে আসতে চাইছেনা। ২০১৪ সালে বিএনপি জামাতের বাধার মুখে ভোট হয়েছে। ২০১৮ সালেও ভোট হয়েছে এবং দেশে বিদেশে গ্রহনযোগ্যতা পেয়েছে। ১৯৯৬ সালে বিএনপি একটি প্রহসনের নির্বাচন করে সরকার গঠন করেছিলো। যা আন্দোলনের মুখে দেড় মাসও টিকেনি। 

আমার বিরুদ্ধে লন্ডনে বসে পর পর চারজনকে মনোনয়ন দিয়েছিলো ২০১৮ সালে। এমনিভাবে সারাদেশেই একাধিক মনোনয়ন দিয়ে বানিজ্য করে তারেক জিয়া শত শত কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। রোববার (৩১ ডিসেম্বর) দুুপুরে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের জয়নগর বাজারে নির্বাচনী গণসমাবেশে প্রধান অতিথির বক্ততায় তিনি এসব কথা বলেন।

আগামী ৭ জানুয়ারি যে জাতীয় নির্বাচন হবে বিএনপি-জামাত নির্বাচন বন্ধ করার চেষ্টা করবে। আপনারা এক বাক্যে বলে দিবেন আমরা নির্বাচন বন্ধ করার চেষ্টাকে মানিনা। তাই আপনারা কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। সারা বিশ্ব দেখতে চায় আপনারা আমাদের ভালবাসেন কিনা। আইনমন্ত্রী বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ দিবেন না আপনারা। দেশকে পিছিয়ে নেয়ার সুযোগ দিবেননা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন। আমরা চাই ২০৪১ সালে বাংলাদেশ সারা বিশ্বে উন্নত বাংলাদেশের মর্যাদা লাভ করুক।  

অনুষ্ঠানে গোপিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল কাদিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন, পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি কাজী আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ, জেলা পরিষদ সদস্য আবদুল আজিজ, সাবেক পৌরমেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, গোপিনাথপুর ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়াসহ অন্যরা। পরে আইনমন্ত্রী পৌরএলাকার তালতলা গ্রামে ও গোপিনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় যোগদান করেন এবং তাকে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার জন্য জনগণকে আহ্বান জানান। 

এই বিভাগের আরো খবর