শুক্রবার   ২৮ মার্চ ২০২৫   চৈত্র ১৪ ১৪৩১   ২৮ রমজান ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৮১

সিনিয়র ডিভিশন ফুটবল লীগ: কাওরান বাজার প্রগতি সংঘ চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০  

আজ বাফুফে ভবনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত ট্রফি বিতরণ অনুষ্ঠানে কাওরান বাজার প্রগতি সংঘের পক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী সালাউদ্দিন এর হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন কাওরান বাজার প্রগতি সংঘের সভাপতি মোঃ মোশারফ হোসেন।  ট্রফি বিতরণ অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাম মুর্শেদী এমপি সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল লিগ কমিটির সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বিশেষ অতিথি হারুনুর রশীদ সাবেক এমপি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ও সভাপতি মহানগর লীগ কমিটি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ফুটবল ক্লাবের কর্মকর্তাগন।

এই বিভাগের আরো খবর