বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫   মাঘ ২ ১৪৩১   ১৫ রজব ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭৪

যাত্রী সেজে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩  

নগরের ইপিজেড থানার সল্টগোলা ক্রসিং এলাকায় একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা।  

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটেছে।

তবে এতে কোনো হতাহত হয়নি। এর আগে গতকাল সোমবার রাতে নগরের খুলশী থানার দামপাড়া বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দিয়েছিল দুবৃর্ত্তরা।
 
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, সকাল ছয়টার দিকে দুবৃর্ত্তরা একটি লোকাল বাসে আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যায়। প্রায় আধঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। কোন আহত বা নিহত নেই।  

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন জানান, সল্টগোলা ক্রসিং এলাকায় যাত্রী তোলার জন্য একটি লোকাল বাস দাঁড়িয়ে ছিল। যাত্রীবেশে দুইজন উঠে বাসে আগুন দিয়ে দ্রুক নেমে পড়ে বলে চালক জানিয়েছেন। জড়িতদের শনাক্তে করে গ্রেফতারের অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ইপিজেড এলাকায় যানচলাচল স্বভাবিক রয়েছে।  

এই বিভাগের আরো খবর